ফের খাস কলকাতায় অস্ত্র-সহ আটক উত্তরপ্রদেশের ৫ বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের ঢিল ছোঁড়া দূরত্বে এমজি রোডের একটি ফাস্টফুডের দোকানে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। অস্ত্র-সহ হাতেনাতে পাকড়াও করা হয়েছে ৫ জনকে।

জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ছাড়াও মোবাইল ও নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছে। শুধুই ভিনরাজ্য থেকে অস্ত্র পাচার, নাকি অন্য কোনও নাশকতার উদ্দেশে জড়ো হয়েছিলেন তারা, তা খতিয়ে দেখা হচ্ছে। গত নভেম্বরে ওই এলাকা থেকেই আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এসটিএফ। জেরায় জানা গিয়েছিল, বিহারের মুঙ্গের থেকে ওই ব্যক্তি অস্ত্র পাচারের জন্য শহরে এসেছিল। এবার একই এলাকা থেকে ফের উদ্ধার হল অস্ত্রভাণ্ডার।

আরও পড়ুন- বদলার ম্যাচে স্বস্তি ফিরল মোহনবাগানের , ঘরের মাঠে বিএফসিকে হারাল ১-০ গোলে

_

_

_

_

_

_

_

_

_

_
