Wednesday, November 12, 2025

চতুর্থ দিনেও রেকর্ড গড়ল দুয়ারে সরকার! শিবির ছাড়াল ৭ লক্ষের গণ্ডি

Date:

Share post:

মঙ্গলবার ছিল নবম দুয়ারে সরকার কর্মসূচির চতুর্থ দিন। গত শুক্রবার কর্মসূচির সূচনাতে সাধারণ মানুষের মধ্যে যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল এদিনেও তা ছিল অব্যাহত। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দুয়ারে সরকার কর্মসূচিতে মঙ্গলবার রাজ্য জুড়ে ১৩ হাজার ৬৫৪টি শিবিরের আয়োজন করা হয়েছিল। রাত আটটা পর্যন্ত শিবিরগুলিতে ১২ লক্ষ ৫৮ হাজার ১৪২ জন মানুষ গিয়েছিলেন। এই দফায় দুয়ারে সরকারের চার দিনের কর্মসূচিতে মোট শিবিরের সংখ্যা সাত লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এ পর্যন্ত মোট শিবিরের আয়োজন করা হয়েছে ৭ লক্ষ ২২ হাজারের বেশি। তাতে জমায়েত হয়েছে ৪১ লক্ষ ৬৫ হাজার ৩৭২ জন মানুষের।

এই দফায় দুয়ারে সরকার কর্মসূচি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের সর্বত্র ৭ লক্ষ ৭৪ হাজার ৮৩৭টি শিবির করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিভিন্ন এলাকায় শিবির করে মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতার মতো চিরাচরিত প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারে এবার কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য প্রকল্পেও আবেদন করার সুযোগ মিলবে। আগে যে সব এলাকা বেশি গুরুত্ব পায়নি, সেখানে শিবিরের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের নির্দেশ সমস্ত ক্যাম্পে প্রয়োজনীয় জলের ব্যবস্থা করতে হবে। প্রসূতিদের জন্য বিশেষ জায়গা রাখতে বলা হয়েছে। পাশাপাশি ফটোকপিও যাতে বিনামূল্যে হয়, সে ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন- উচ্চমাধ্যমিক : এবার শিক্ষকদের মানসিক চাপমুক্তির প্রশিক্ষণ দেবেন মনোবিদরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...