Thursday, August 21, 2025

ভারত-পাক ম্যাচ নিয়ে গম্ভীরের পালটা শাস্ত্রীর, কী বললেন ভারতের প্রাক্তন কোচ ?

Date:

Share post:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ২৩ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচ। দুবাইতে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দি ভারত-পাকিস্তান। সেই ম্যাচের উন্মাদনা এখন থেকেই তুঙ্গে। সোল্ড আউট টিকিট। আর পাঁচটা ম্যাচের থেকে যে আলাদা , তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ম্যাচকে আলাদা ভাবে দেখেন না ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি এক সাকাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। গম্ভীরের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান ম্যাচকে আলাদা করে দেখতে রাজি নন তিনি। আর গম্ভীরের এই মতামতের সঙ্গে একমত নন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি।

এই নিয়ে শাস্ত্রী বলেন, “ আমি সাত বছর কোচ ছিলাম। আমিও গম্ভীরের মতো বলতাম, এটা আর পাঁচটা ম্যাচের মতো। কিন্তু ভিতরে ভিতরে জানতাম, এর গুরুত্ব কোথায়। মিডিয়ার সামনে অনেক কথাই বলা যায়, কিন্তু আসলে জিততেই মাঠে নামবে। যদি তুমি সেটা না করতে পারো, তাহলে পরে যতক্ষণ না তুমি পাকিস্তানের বিরুদ্ধে জিতছ, সেটা লোকে মনে রাখবে। “ এখানেই না থেমে শাস্ত্রী আরও বলেন, “ অতীতে কী করেছ, সেটা লোকে মনে রাখবে না। ১০ ম্যাচে ৮-৯টা ম্যাচ জিতলেও কিছু যায়ে-আসে না। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে হার সবাই মনে রাখবে। সেটা একজন ট্যাক্সি ড্রাইভার হোক বা রাস্তার যে কেউ হোক। ভারতের ম্যাচে কী হল? একইভাবে পাকিস্তানেও প্রশ্ন ওঠে, পাকিস্তানের ম্যাচে কী হল? ফলে মুখে যাই বলো না কেন, এটা সম্পূর্ণ আলাদা ম্যাচ।“

সম্প্রতি এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার হেড কোচ পাকিস্তান ম্যাচ নিয়ে বলেন, “আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু একটা ম্যাচ খেলতে যাচ্ছি না। তবে এই ম্যাচকে আমরা কোনও ভাবেই ছোট করে দেখছি না। আর যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে এই ম্যাচটাও সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই এটাও জিততে হবে।“

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে নিরাপত্তার কারণে ভারত যে পাকিস্তান যাবে তা জানিয়ায়ে দেয় বিসিসিআই। তাই হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। তারপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। ২ মার্চ ভারতের সামনে নিউজিল্যান্ড।

আরও পড়ুন- ইংল্যান্ড সিরিজের মাঝেই অজি সফরে স্টার্কের স্লেজিং নিয়ে মুখ খুললেন যশস্বী, কী বললেন তিনি ?

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...