Thursday, December 25, 2025

বাবার বাধা, মিনাখাঁ পুলিশের হস্তক্ষেপে মাধ্যমিকে বসল পরীক্ষার্থী

Date:

Share post:

জয়িতা মৌলিক
পরীক্ষা শুরু অ্যাডমিট কার্ড আনতে ভুল বা পরীক্ষা কেন্দ্র খুঁজে পাচ্ছে না পরীক্ষার্থী, পৌঁছতে পারছে না কেন্দ্রে- ত্রাতা পুলিশ। এই খবর প্রায়ই নজরে পড়ে। কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) প্রথমদিন এক পরীক্ষার্থীকে কার্যত পরীক্ষা বসাল পুলিশ। সাক্ষী মিনাখাঁ। বাবার বাধায় এবার মাধ্যমিক পরীক্ষায় বসাই বন্ধ হতে বসেছিল রেহানা খাতুনের। মিনাখাঁ থানায় (Minakhan P.S.) গিয়ে সমস্যা জানাতেই চিত্রটা বদলে গেল। বাবাকে থানায় ডেকে বুঝিয়ে, মেয়েকে পরীক্ষা হলে পৌঁছলেন পুলিশ আধিকারিক।

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) শুরু হল সোমবার। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর পুলিশ। বেলা ১১ নাগাদ হঠাৎই থানায় হাজির মালিয়ারি দোথিকানার বাসিন্দা ধুতুরদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রেহানা খাতুন। চোখে জল নিয়ে সে জানায়, তার বাবা আনার হসসাইন আকুঞ্জি তাকে মাধ্যমিক পরীক্ষা দিতে বাধা দিচ্ছেন। আটকে রেখেছেন অ্যাডমিট কার্ড (Admit Card)। এদিকে পরীক্ষাহলে ঢোকার সময় পেরিয়ে যাচ্ছে। মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক জানান, পরীক্ষার্থীর থেকে সব শুনে থানাতেই আনার হসসাইনকে ডেকে পাঠানো হয়। তাঁকে বুঝিয়ে তাঁর থেকে কাগজপত্র নেন থানার অফিসাররা। এর পর মিনাখাঁ থানার সাব ইন্সপেক্টর রাহুল মণ্ডল গড় চণ্ডীবাড়ি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ছাত্রীটিকে পৌঁছে দেন। কিন্তু ততক্ষণে পরীক্ষা হলে ঢোকার সময় পেরিয়ে গিয়েছে। তবে সাব ইন্সপেক্টর নিজে বিষয়টি বুঝিয়ে বলে ছাত্রীর পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেন। পুলিশের সাহায্যেই জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার বাধা টপকাতে পেরে খুশি রেহানা।
আরও খবর: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা রাজ্য সরকারের

এদিকে আরেক পরীক্ষার্থী মিনাখা গার্লস হাই স্কুলে পরীক্ষাকেন্দ্র হওয়া সত্ত্বেও, ভুল করে গড় চণ্ডীবাড়ি উচ্চ বিদ্যালয়ে চলে যায়। মিনাখাঁ থানার পুলিশ তাকেও তৎক্ষণাৎ পুলিশের গাড়ি করে তার সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে। এভাবেই পরীক্ষার্থীদের পাশে রয়েছে রাজ্য পুলিশ।

spot_img

Related articles

বিরাটের খেলা দেখতে গাছে দর্শক, রোহিতের প্রণাম ভক্তের

আন্তর্জাতিক ম্যাচ হোক ঘরোয়া ক্রিকেট, বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli -Rohit Sharma) যেখানেই খেলবেন জনপ্রিয়তার গ্রাফ থাকবে উপরের দিকে।...

প্রয়াত জঙ্গলমহলের ‘মাস্টারমশাই’ উপেন্দ্র কিস্কু

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা উপেন্দ্র কিস্কু (Upendra Kisku)। বুধবার রাতে বাঁকুড়ার (Bankura)...

সুগন্ধি ব্যবহারেও সমান দক্ষ, বুমরাহের অজানা গুণ প্রকাশ্যে আনলেন সতীর্থ

প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে ত্রাসের নাম জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)।  আগুনে বোলিং করে বিপক্ষ দলের ব্যাটারদের সাজঘরের পথ...

চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

ধর্ম ও জাতি হিংসার পথ থেকে সরে আসতে বাংলাদেশকে কতটা পথ দেখাতে পারবে বিএনপি তা আগামী সময় বলতে...