প্রথমে ঠিক ছিল ২০২৫ আইপিএল শুরু ২১ মার্চ। কিন্তু সূত্রের খবর বদলে যাচ্ছে ২০২৫ আইপিএল শুরুর দিনক্ষন। ২১ মার্চ নয়, ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। এমনটাই খবর বিসিসিআই সূত্রের । আর প্রথম ম্যাচ হবে ইডেনেই। খেলবে গত বারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। জানা যাচ্ছে, প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । উদ্বোধনী ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত করে ফেলেছে বোর্ড।

কিছুদিন আগে বোর্ডের তরফ থেকে জানান হয়েছিল ২০২৫ আইপিএল শুরু হবে ২১ মার্চ থেকে । তবে এখন সূত্রের খবর, টুর্নামেন্ট শুরু হবে একদিন পরে। অর্থাৎ ২২ মার্চ। জানা যাচ্ছে, সম্প্রচারকারীদের অনুরোধে একদিন দেরি করে শুরু করা হচ্ছে আইপিএল। সূত্রের খবর, ব্রডকাস্টাররা চাইছিল, উইকএন্ডে আইপিএল শুরু করতে। কিন্তু ২১ মার্চ শুক্রবার। যার ফলে একদিন পিছিয়ে শনিবার অর্থাৎ ২২ মার্চ আইপিএল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে জানা যাচ্ছে, কেকেআর যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, তাই উদ্বোধনী ম্যাচে নামবে নাইটরা। সেটা হবে ইডেনে । সেটা চূড়ান্ত। তবে উদ্বোধনী ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ কে হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে সম্ভবত প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সূত্রের মারফত যা জানা যাচ্ছে, তাতে আইপিএল সূচি এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
–

–

–

–

–

–

–

–