মহাকুম্ভের মালাপসারিণী মোনালিসা ভোঁসলে (Monalisa Bhosle)আজ নামী সেলেব্রেটি। রূপকথার মতো বদলে গেছে জীবন। ষোড়শী সুন্দরী মালা বিক্রেতা থেকে অভিনেত্রী পরিচয়ে পাড়ি দিয়েছেন বেঙ্গালুরুতে। এক বিপণির অনুষ্ঠানে যোগ দিতেই সনোজ মিশ্রের সঙ্গে দেশের অন্যতম বিখ্যাত মেট্রো সিটিতে মোনালিসা। ইতিমধ্যেই তাঁর ছবি ভিডিও ভাইরাল স্যোশাল মিডিয়ায়। হিন্দি ছবি ‘দ্য ডায়েরি অফ মনিপুর’-এ সুযোগ পেয়েছেন তিনি। বিমানে ভ্রমণ, সেভেন স্টার হোটেলে থাকা- খাওয়ার মাঝে নিজের কাছের মানুষকে বড্ড মিস করেছেন মোনালিসা। এত জনপ্রিয়তা পেয়েও তাঁর মন পড়ে আছে বাবার কাছে।

এক সময়ে অভাবের তাড়নায় পড়াশোনা শেষ করতে পারেননি, মালা বিক্রি শুরু করেছিলেন। শ্যামলা গায়ের রং, বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসিতে মহাকুম্ভ থেকেই নিজের অজান্তেই তিনি ঘায়েল করেছেন নেটপাড়ার বাসিন্দাদের। নিমেষে হয়ে উঠেছেন টক অফ দ্য টাউন। মুম্বই যাওয়ার পরে তাঁর একাধিক ছবি সামনে এসেছে। ম্প্রতি পোস্ট হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে সবুজ ও ধূসরের মিশেলে একটি পোশাক পরেছেন মোনালিসা। গলায় রয়েছে তাঁর নিজের সম্ভারের মালা।এবার নিজের ছবি সমাজমাধ্যমে ভাগ করে মোনালিসা লিখলেন, “বাবা, তোমার কথা খুব মনে পড়ছে।” এরপরই বাবা মেয়ের সম্পর্কের কথা তুলে ধরে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

–

–
–

–

–

–

–

–

–
