মহাকুম্ভে যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল গাড়ি (Mahakumbh Accident)। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায়। এখনও পর্যন্ত ১০ জন পুণ্যার্থীর মৃত্যুর মৃত্যুর খবর মিলেছে, আহত ১৯। জোরকদমে চলছে উদ্ধার কাজ।

পুলিশ সূত্রে জানা যায় চারচাকা গাড়িতে ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসা বাসের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়ক কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেও আপাতত স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের যথাযথ চিকিৎসার দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর মিলেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

–

–

–

–

–

–

–

–

–

–
