Sunday, January 11, 2026

স্বামী বাইরে, একা মহিলাকে টার্গেট করে টালিগঞ্জে দুঃসাহসিক ডাকাতি!

Date:

Share post:

টালিগঞ্জের (Tollygunge ) মুর আভিনিউ এলাকার দাসানি স্টুডিওর পাশের একটি ফ্ল্যাটে সোমবার ভরসন্ধ্যায় দুষ্কৃতী তাণ্ডব। স্বামী বাইরে থাকায় একাকী মহিলাকে টার্গেট করে সোনা-গয়না, টাকা কড়ি নিয়ে চম্পট অভিযুক্তদের। বিডনস্ট্রিট, দমদমের পর এবার একই কায়দায় টালিগঞ্জে ডাকাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মনে। তদন্তে নেমেছে পুলিশ।

সোনালী বিশ্বাস (Sonali Biswas) নামে ওই ফ্ল্যাটের মহিলা জানিয়েছেন অন্যান্য দিনের মতো সোমবার তাঁর স্বামী সকালে কাজে বেরিয়ে যান। বিকেলে নিজের কিছু কাজ নিয়ে তিনিও বাইরে গেছিলেন। ফিরে আসার পর যে এত বড় ঘটনা ঘটবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি। সন্ধ্যায় ফ্ল্যাটে ফিরতেই তাঁর অভিযোগ, দরজা খোলার সঙ্গে সঙ্গেই পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মারে দুই আততায়ী। যার জেরে মাটিতে আছাড় খেয়ে পড়েন তিনি। এরপর তাঁকে অস্ত্র দেখিয়ে সোনাদানা লুট করা হয়। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।তাণ্ডব শেষ হলে মহিলার মুখে কাপড় ঢুকিয়ে, হাত-পা বেঁধে তাঁকে সেই অবস্থাতেই ফেলে রেখে চলে যায় ডাকাতদল। রাতের দিকে ফেরেন সেই মহিলার স্বামী। সবকিছু জানার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশ্ন উঠছে, যেখানে গোটা ফ্ল্যাট সিসিটিভি নিরাপত্তায় মোড়া, সেখানে দাঁড়িয়ে কীভাবেই বা ভর সন্ধ্যায় এমন তাণ্ডব চালাল দুষ্কৃতীরা? রিজেন্ট পার্ক থানার (Regent park police station) পুলিশ সূত্রে জানা গেছে মোট দশ ভরি সোনা চুরি করে চম্পট দিয়েছে আততায়ীরা। ছেলের বিয়ের কারণেই ওই মহিলা বাড়িতে সোনা কিনে রেখেছিলেন। এই বিষয়টি লক্ষ্য করার পরই পরিকল্পিতভাবে এই আক্রমণ কিনা, অথবা আক্রান্তদের কোনও আত্মীয় পরিচিত এর সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...