Wednesday, January 14, 2026

বিহারে দশমের বোর্ড পরীক্ষায় ধুন্ধুমার, টুকলিতে বাধা দেওয়ায় গুলিতে মৃত এক ছাত্র

Date:

Share post:

দশমের বোর্ড পরীক্ষায় ধুন্ধুমার। টুকলি করতে দেয়নি সহপাঠী, সেই ক্ষোভে ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় মারপিট পরে চলল গুলিও। জানা গিয়েছে, সেই গুলিতেই মৃত্যু হয় এক ছাত্রের। আহত আরও এক। বৃহস্পতিবার বিহারের সাসারামের রোহতক জেলায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। গুলিতে মৃত ছাত্রের পরিবার বিচার দাবিতে সরব হয়েছে। দিল্লি-কলকাতা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে চলছে বিক্ষোভ। অভিযুক্ত সন্দেহে একজন নাবালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রোহতাস জেলার একটি ম্যাট্রিক পরীক্ষা কেন্দ্রে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।বিবাদের কারণ টুকলি করা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গুলি চালানো হয়। এই গুলিতে দুই ছাত্র আহত হয়। আহতদের মধ্যে একজন অমিত কুমার, যে মঞ্জু যাদবের ছেলে এবং অন্যজন সঞ্জীত কুমার, যিনি কমলেশ সিংয়ের ছেলে। দু’জনেই দেহরি মুফাসসিল থানার শম্ভু বিঘা গ্রামের বাসিন্দা। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এদজের মধ্যে অমিত কুমার বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপরই তার পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার সকালে তারা NH-2 সিক্স লেন অবরোধ করে আগুন জাবালিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অবরোধের ফলে GT রোডে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ASP) কোট কিরণ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এই ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সুমিত কুমার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ঘটনার সময় ব্যবহার করা হয়েছিল।

প্রসঙ্গত, বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড (BSEB)-এর ১০ম শ্রেণির পরীক্ষা চলছে। এই পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রায় ১৫ লাখের বেশি ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষায় নকল বন্ধ করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হলেও, এই ঘটনা পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, পরীক্ষা কেন্দ্রের মধ্যে কীভাবে অস্ত্র নিয়ে প্রবেশ করল ছাত্ররা।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...