Monday, August 25, 2025

বিহারে দশমের বোর্ড পরীক্ষায় ধুন্ধুমার, টুকলিতে বাধা দেওয়ায় গুলিতে মৃত এক ছাত্র

Date:

Share post:

দশমের বোর্ড পরীক্ষায় ধুন্ধুমার। টুকলি করতে দেয়নি সহপাঠী, সেই ক্ষোভে ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় মারপিট পরে চলল গুলিও। জানা গিয়েছে, সেই গুলিতেই মৃত্যু হয় এক ছাত্রের। আহত আরও এক। বৃহস্পতিবার বিহারের সাসারামের রোহতক জেলায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। গুলিতে মৃত ছাত্রের পরিবার বিচার দাবিতে সরব হয়েছে। দিল্লি-কলকাতা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে চলছে বিক্ষোভ। অভিযুক্ত সন্দেহে একজন নাবালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রোহতাস জেলার একটি ম্যাট্রিক পরীক্ষা কেন্দ্রে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।বিবাদের কারণ টুকলি করা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গুলি চালানো হয়। এই গুলিতে দুই ছাত্র আহত হয়। আহতদের মধ্যে একজন অমিত কুমার, যে মঞ্জু যাদবের ছেলে এবং অন্যজন সঞ্জীত কুমার, যিনি কমলেশ সিংয়ের ছেলে। দু’জনেই দেহরি মুফাসসিল থানার শম্ভু বিঘা গ্রামের বাসিন্দা। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এদজের মধ্যে অমিত কুমার বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপরই তার পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার সকালে তারা NH-2 সিক্স লেন অবরোধ করে আগুন জাবালিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অবরোধের ফলে GT রোডে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ASP) কোট কিরণ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এই ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সুমিত কুমার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ঘটনার সময় ব্যবহার করা হয়েছিল।

প্রসঙ্গত, বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড (BSEB)-এর ১০ম শ্রেণির পরীক্ষা চলছে। এই পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রায় ১৫ লাখের বেশি ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষায় নকল বন্ধ করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হলেও, এই ঘটনা পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, পরীক্ষা কেন্দ্রের মধ্যে কীভাবে অস্ত্র নিয়ে প্রবেশ করল ছাত্ররা।

spot_img

Related articles

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...