Thursday, August 21, 2025

বেনজির উদ্যোগ! চিকিৎসকদের নিয়ে সোমবার সভা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বেনজির উদ্যোগ। বাংলা তথা দেশের রাজনৈতিক ইতিহাসে এমনটা আগে কোনওদিন দেখা যায়নি। একজন মুখ্যমন্ত্রী স্বয়ং থাকছেন ডাক্তারদের সঙ্গে সভায়। কথা বলছেন তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে। চিকিৎসা পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিশা দেখাচ্ছেন। অভিনব এবং বেনজিরও। সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গে মিলিত হবেন।

চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনের পরিকল্পনা কী, তা বিশদে জানতেই চিকিৎসকদের সঙ্গে সভায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। ‘চিকিৎসার আর এক নাম সেবা’ শীর্ষক এক অনুষ্ঠানে রাজ্যের সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ বিভিন্ন স্তরের চিকিৎসকদের সঙ্গে মিলিত হবেন তিনি। স্বাস্থ্যসচিব ছাড়াও দফতরের অন্যান্য শীর্ষ আধিকারিক এই সভায় উপস্থিত থাকবেন। চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক যে পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে রাজ্য, তা নিয়েও পর্যালোচনা করা হবে। আমন্ত্রণমূলক এই সভার আয়োজন করেছে রাজ্যের স্বাস্থ্য দফতরের গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল কমিটি। সেজন্য রাজ্যের প্রতিটি জেলায় গিয়ে মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নিয়ে আলোচনা করেছে ওই কমিটি। কিছু সমস্যা কলেজ স্তরে এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্তরে মিটিয়ে দেওয়া হয়েছে। রাজ্য হেল্‌থ সার্ভিসে যুক্ত চিকিৎসকদের পাশাপাশি ২৪টি সরকারি, দু’টি মেডিক্যাল কলেজ, ইএসআই এবং কলকাতা পুরসভার চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেছে কমিটি। কথা বলেছে কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও। আমন্ত্রণ জানানো হয় চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকদেরও। পিএইচএ-র পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পাল জানান, শিরদাঁড়া বেঁকিয়ে তথাকথিত আন্দোলনকারীরা এখন অনুষ্ঠানে যোগ দেওয়ার কার্ড সংগ্রহ করতে তৎপর। তিলোত্তমার আবেগকে কাজে লাগিয়ে যাঁরা মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ব্যবসা করেছিল, সেই জোচ্চুরি ধরা পড়তে এখন বাংলার মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় আসতে চাইছেন।

আরও পড়ুন- রাজ্যে শূন্য, সংশোধনে কোন নীতি! উত্তর নেই সিপিআইএম রাজ্য সম্মেলনে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...