Wednesday, November 12, 2025

বিরাট নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস যোগীরাজ্যে, খোদ মন্ত্রীর অভিযোগের পরও কেন্দ্র কেন নিশ্চুপ

Date:

Share post:

ফের বড়সড় নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস হল যোগীরাজ্যে। আর সেই পর্দা ফাঁস করলেন যোগী মন্ত্রিসভার এক সদস্যই। তাঁর চিঠিতেই প্রকাশ্যে এল উত্তরপ্রদেশে অঙ্গনওয়াড়ি নিয়োগে বিরাট দুর্নীতি। কর্মী নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি বিভাগের শীর্ষ আধিকারিককে চিঠি লেখেন রাজ্যের প্রতিমন্ত্রী প্রতিভা শুক্লা। সেই চিঠিতে নিয়োগ দুর্নীতি চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে যোগীরাজ্যে।

এর আগে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএসে শিশুদের খাবারের মান নিয়ে বিতর্কের মুখে পড়ে যোগী প্রশাসন। এবার সামনে এল নিয়োগ দুর্নীতি। রাজ্যের বিভিন্ন জেলায় ৫২ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি পদ খালি রয়েছে। গত বছর থেকে সেই সমস্ত পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে উত্তরপ্রদেশ সরকার। কিন্তু বহু জেলায় নিয়োগে অনিয়ম ধরা পড়ে। হাইকোর্টে মামলাও হয়। ফলে বাধার মুখে স্থগিত হয়ে যায় নিয়োগ। উচ্চপর্যায়ের আধিকারিকদের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করেও যোগী সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেননি। এরই মাঝে ফের দুর্নীতির অভিযোগ ওঠায় গভীর সঙ্কটে পড়েছে প্রশাসন।

মন্ত্রী চিঠিতে লেখেন, টাকার বিনিয়মে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। ফলে নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ প্রশাসন। এর আগেও উত্তরপ্রদেশে অঙ্গনওয়াড়িকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। এর আগে বিজেপি বিধায়ক মনোজ পান্ডে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলেছিলেন যোগী সরকারের বিরুদ্ধেই। বিধানসভায় এই ইস্যুতে আলোচনার দাবিও তুলেছিলেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকার বারবার বাংলার সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে একাধিক টিম পাঠিয়েছিল। এবার ডাবল ইঞ্জিন যোগীরাজ্যেই উঠেছে দুর্নীতির ভয়ানক অভিযোগ। এখন কেন নিশ্চুপ কেন্দ্র? কেন যোগীরাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হচ্ছে না? প্রশ্ন তৃণমূলের।

আরও পড়ুন- Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...