Thursday, August 21, 2025

নিউটাউনে ফাঁকা বাড়িতে নাবালিকাকে যৌন নিগ্রহ, ধৃত রং মিস্ত্রি

Date:

Share post:

নিউটাউনে বছর দশেকের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। কাঠগড়ায় এক রং মিস্ত্রি। অভিযুক্ত রংমিস্ত্রি কওসার আলিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ। জানা গিয়েছে, ওই নাবালিকা নিউটাউনের জ্যাংড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘুনি টিয়া বাগানপাড়ার বাসিন্দা। যৌন নিগ্রহের ঘটনায় নাবালিকার পরিবার পুলিশে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে বাড়ির রঙ মিস্ত্রিকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের ইকোপার্ক থানার পুলিশ। ধৃত রং মিস্ত্রি ইকোপার্ক থানার  যাত্রাগাছি-ঘুনি এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে ওই এলাকা থেকেই অভিযুক্ত কওসার ওরফে বাপিকে পাকড়াও করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক ধরে নির্যাতিতা নাবালিকার টিয়া বাগানের বাড়িতে রঙের কাজ করছিল বাপি। বুধবার সকালেও সে কাজে এসেছিল। নিচের ঘরে রঙের কাজ করছিল। সেই সময় নাবালিকার পরিবারের অধিকাংশ সদস্যর বাইরে কাজে বেরিয়েছিলেন। তখন নির্জন বাড়িতে সুযোগ পেয়ে ওই নাবালিকাকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ির উপরের চারতলার ঘরে ডেকে নিয়ে যায় বাপি। অভিযোগ, সেখানেই ওই নাবালিকার শ্লীলতাহানি করে বাড়ির রঙ মিস্ত্রি কওসর আলি।

দুপুরের দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এলে কান্নাকাটি জুড়ে দেয় নাবালিকা। জিজ্ঞাসা করতেই খুলে বলে সব কথা। এরপরই পরিবার অভিযুক্ত রঙ মিস্ত্রি কওসরের বিরুদ্ধে ইকোপার্ক থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন।আজ বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে পেশ করা হবে।ধৃতের প্রতিবেশীরা জানিয়েছেন, বছর কয়েক আগেবিয়ে হয়েছিল বাপির। স্ত্রীর সঙ্গে অমানবিক আচরণে ফলে মহিলা বাপের বাড়িতে চলে গিয়েছেন।পুলিশ জানিয়েছে, পকসো আইনের একাধিক ধারায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষাও করা হবে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...