লিওনেল মেসিকে নাকি ফুটবলের পাঠ দিয়েছেন নেইমার জুনিয়র। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ব্রাজিলান সুপারস্টার। বেশ কয়েক বছর এক সঙ্গে খেলেছেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র। বার্সেলোনা ছাড়াও একসঙ্গে খেলেছেন পিএসজিতে। সেই সূ্ত্রে দু’জনের গভীর বন্ধুত্ব রয়েছে।

এক সাক্ষাৎকারে নেইমার বলেন, “ মেসিকে সঠিক পেনাল্টি মারার বিষয়ে পরামর্শ দিয়েছিলাম। ও আমার কাছে জানতে চেয়েছিল, আমি কী ভাবে পেনাল্টি মারি।’’ এরপর নেইমার জানান, মেসির প্রশ্ন শুনে একটু বিস্মিতই হন তিনি। নেইমার বলেন, ‘‘মেসিকে বলেছিলাম, তোমার মাথা ঠিক আছে? তুমি মেসি! যেটা আমি করতে পারি, সেটা তুমিও করতে পারবে।“ এখানেই না থেমে নেইমার আরও বলেন, “ মেসির শেখার আগ্রহ বিস্মিত করলেও সময় নিয়ে তাঁকে নিখুঁত পেনাল্টি মারার কৌশল শিখিয়ে দেন তিনি। নেইমার বলেন, ‘‘বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। তারপরও ওর শেখার আগ্রহ দেখার মতো। সব সময় নিজেকে নিখুঁত করতে চায়। নিজেকে আরও উন্নত করতে চায়।“

এই মুহুর্তে ইন্টার মায়ামিতে খেলেন মেসি। অপরদিকে নেইমার খেলেন স্যান্টোস এফসিতে।

আরও পড়ুন- ২ মার্চ ভারতের সামনে নিউজিল্যান্ড, খেলবেন কি রোহিত? প্রথম একাদশে পরিবর্তন : সূত্র

–

–

–

–

–

–

–

–

–
