Sunday, August 24, 2025

গুণমানের পরীক্ষায় ফেল করল হাইপারটেনশন-এলার্জিসহ ১৪৫টি ওষুধ!

Date:

Share post:

সুস্থ হওয়ার জন্য ডাক্তারের পরামর্শ মত ওষুধ খাচ্ছেন? কিন্তু ওষুধের মধ্যেই যদি থাকে ভেজাল! সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (CDSCO) পরীক্ষায় প্রেসার 6 (Hypertention), এলার্জি, বমিসহ একাধিক সমস্যায় ব্যবহৃত প্রায় ১৪৫টি ওষুধ ডাহা ফেল করেছে। অর্থাৎ এতদিন ধরে সুস্থ হবেন ভেবে আপনি যে ওষুধ খাচ্ছিলেন তার কারণেই আপনাকে সব থেকে বেশি অসুস্থতার মধ্যে থাকতে হয়েছে। চাঞ্চল্যকর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো উদ্বিগ্ন চিকিৎসক মহল।

কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা গেছে পরীক্ষা হওয়া ১৪৫টি ওষুধের মধ্যে ৯৩টি ওষুধকে ‘প্রত্যাশিত গুণমানের নয়’ বলে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন রাজ্যের ল্যাবে। এছাড়াও গুণমানের পরীক্ষায় ৫২টি ওষুধকে ‘নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ বলা হয়েছে কেন্দ্রের বিভিন্ন ল্যাবে। বাজারে যে সমস্ত ওষুধ রয়েছে তাদের গুণগত মান যাচাই করার জন্য প্রতি মাসে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন সিডিএসসিও-র (CDSCO ) আধিকারিকরা। সেই রিপোর্ট সামনে আসতেই চক্ষুচড়কগাছ চিকিৎসকদের। তালিকায় রয়েছে টেলমা এএম (ব্যাচ নম্বর ৫২৪০৩৬৭) ও অন্ডেম-৪ (ব্যাচ নম্বর ২৪৪৪১৪৫১)। এছাড়াও রয়েছে শিলিগুড়ির সংস্থা ‘ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালস’-এর রিঙ্গার্স ল্যাকটেটের (স্যালাইন) নামও। ফেল-করা বিভিন্ন ব্যাচের ওষুধ এবং স্কিন কেয়ার প্রোডাক্ট গুলি তৈরি হয়েছে মূলত হিমাচল প্রদেশের সোলান, বাদ্দি, কসউলি, কাংড়া, উত্তরাখণ্ডের রুরকি, দেরাদুন, পদুচেরি, তামিলনাড়ুর শ্রীনিবাসপুরম, চেন্নাই , হরিয়ানার যমুনানগর, গুজরাটের সুরেন্দ্রনগর, রাজকোট, মহারাষ্ট্রের পালঘর, জম্মু , মধ্যপ্রদেশের ইন্দোর, অন্ধ্রপ্রদেশের কুরনুল, মুম্বই , বেঙ্গালুরু, হায়দরাবাদ, পঞ্জাবের মোহালি, অমৃতসর , সিকিমের নামচি, তিরুঅনন্তপুরম, চিনের গুআংঝাউ-এর বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থার কারখানায়।এরাজ্যে ড্রাগ টেস্টিং ল্যাবের পরীক্ষায় ফেল টেলমিসারটান, (হার্টের সমস্যায় রোগীদের রোগীদের দেওয়া হয়), অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্ল্যাভিউনেট। এছা এছাড়াও রয়েছে রিজেন্ট অজন্তা বায়োটেকের অ্যাসিক্লোফেনাক এবং ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট (১০০ এমজি/৮০ এমজি), জ্যাকসন ল্যাবরেটরিজের বিটাহিস্টিন ডাইহাইড্রোক্লোরাইড ট্যাবলেট আইপি ( Betahox 8), উইংস বায়োটেকের তৈরি প্যারাসিটামল, সেটিরিজিন হাইড্রোক্লোরাইড এবং ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট।

 

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...