Saturday, May 3, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিতর্ক, ছিলো না পিসিবির কোন কর্তা, মুখ খুলল আইসিসি

Date:

Share post:

গতকালই শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। আর এই টুর্নামেন্টের বিতরণী অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলনা পাকিস্তানের কোন প্রতিনিধি। যা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। আর এই নিয়ে এবার মুখ খুলল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

এই নিয়ে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘‘পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি রবিবার দুবাইয়ে আসতে পারেননি। তাঁকে পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী শুধু বোর্ড কর্তারাই পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে পারেন। পিসিবির অন্য কোনও কর্তাও ছিলেন না। পাকিস্তানই প্রতিযোগিতার মূল আয়োজক। পিসিবির পক্ষে কারও উপস্থিত থাকা উচিত ছিল।“

আইসিসির এই ব্যাখ্যার পর মুখ খুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে এক সংবাদ সংস্থাকে পিসিবির এক কর্তা বলেন, ‘‘নকভি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী। আগে থেকেই তাঁর অন্য সরকারি সূচি নির্ধারিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য দুবাইয়ে পিসিবির সিইওকে পাঠানো হয়েছিল। তাঁকে অবশ্যই মঞ্চে আমন্ত্রণ জানানো উচিত ছিল।’’ জানা গিয়েছে, ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবির সিইও সুমাইর আহমেদ। তিনি প্রতিযোগিতার ডিরেক্টরও। চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপ্তি অনুষ্ঠানে সুমাইরই ছিলেন পাকিস্তানের প্রতিনিধি। তবু তাঁকে পুরস্কার বিতরণী মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্রের খবর, আইসিসির পক্ষে সমাপ্তি অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্তেরা নাকি সুমাইরের উপস্থিতির কথা জানতেন না।

রীতি অনুযায়ী মঞ্চে থাকা উচিত ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও কর্তার। কিন্তু ছিলেন না কেউ। অনুষ্ঠানে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিৎ শইকিয়া । ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহও।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার মূল্য পেল টিম ইন্ডিয়া?

spot_img
spot_img

Related articles

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...