ভাঙড়ের লঙ্কা খেতে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার!

ভাঙড়ের পোলেরহাটে (Polerhat , bhangar) পিটিয়ে খুন কৃষক। লঙ্কা ক্ষেত থেকে উদ্ধার দেহ। জমি বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান। মৃতের পরিবারের তরফে যারা গেছে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তার জেরেই এই খুনের ঘটনা কিনা তা জানতে তদন্ত শুরু পোলেরহাট থানার পুলিশের। ঘটনাস্থলে কলকাতা পুলিশের (Kolkata Police) ডগ স্কোয়াড। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।