একের পর এক ভয়াবহ টর্নেডোর (Tornadoes) কারণে মিজৌরি (Missouri, USA) জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। শুক্রবার থেকে শুরু হওয়া ঝড়ের তাণ্ডবে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিজৌরি, আর্কানসাস, টেক্সাস এবং ওকলাহোমা। জোরকদমে চলছে উদ্ধার কাজ।

মিজৌরির বাটলার কাউন্টির কোরোনার জিম একার্স জানিয়েছেন আবহাওয়ার আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আর্কানসাস ও জর্জিয়ার গভর্নররা ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন।ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট জানিয়েছেন, রাজ্যটিতে ঝড় ও আগুনে ৬৮৯ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গিয়েছে। এছাড়া, অন্তত ৩০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

–

–
–

–

–

–

–

–

–

–