দার্জিলিংয়ের বিজনবাড়ির বিস্তীর্ণ এলাকায় আগুন! বন্যপ্রাণীর ক্ষতির আশঙ্কা

দার্জিলিংয়ের পুলবাজার বিজনবাড়ি ব্লকের মেগিটারের কাছে কাইলাজয় জঙ্গলে আগুন! আগুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে স্থানীয় প্রশাসন ও দমকল।

জানা গিয়েছে, শুকনো পাতার মধ্যে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে বাঁশ গাছসহ বেশ কিছু বড় গাছের দিকে। এতে আশঙ্কা করা হচ্ছে যে, শুধু মানুষের প্রাণহানির সম্ভাবনা নয়, বেশ কিছু বন্যপ্রাণীও এই আগুনের শিকার হতে পারে। স্থানীয়দের মতে, আগুনের বিস্তার বাঁশ গাছের প্রচুর উপস্থিতির কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে।

পুলবাজার-বিজনবাড়ি অগ্নি নির্বাপন কেন্দ্র থেকে দমকলের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। তবে, হাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সমস্যা হচ্ছে। পুলিশও এই পরিস্থিতিতে এলাকায় মোতায়েন রয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও জীবনহানির খবর পাওয়া যায়নি। এদিকে, বন বিভাগের কর্মকর্তারা ক্ষতির পরিমাণ ও বন্যপ্রাণীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আগুনের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন – তৃণমূলের মেগা ভার্চুয়াল বৈঠকে সাসপেন্ডেড শান্তনু! কে পাঠালো লিংক? তুঙ্গে চর্চা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_