ফের নতুন লুকে ঝড় তুললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বড় চুল হোক, বা চোট চুলের নতুন লুক, সব সময়ই নেটিজেনদের মনে ঝড় তুলেছেন ক্যাপ্টেন কুল। সেই ধারা যেন এই ৪৩ বছর বয়সেও বয়ে নিয়ে যাচ্ছেন মাহি। ২২ মার্চ থেকে শুরু আইপিএল। ২৩ মার্চ প্রথম ম্যাচে নামছে চেন্নাই সুপার কিংস। আর তার আগে নতুন লুকে ঝড় তুললেন ধোনি। থুড়ি বলা ভালো ‘অ্যানিম্যালের রণবীর কাপুরের লুকে ঝড় তুললেন মাহি। আর ধোনির মুখে শোনা যাচ্ছে বিখ্যাত সংলাপ, “বেহরা নেহি হুঁ ম্যায়। যেই ছবি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়।

যেই ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, একটি সাইকেল সংস্থার বিজ্ঞাপন করছেন মাহি। সেখানে তাঁর লুক ‘অ্যানিম্যাল’ সিনেমার রণবিজয় সিংয়ের বেশে, অর্থ্যাৎ রণবীর কাপুরের লুকে। মাথায় বড় চুল। চোখে কালো সানগ্লাস। চারিদিকে ঘিরে কালো পোশাক পরা বডিগার্ড। আর ধোনি? তিনি দিব্যি একটি সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে রাস্তা পার করছেন। আর সেই সময় পরিচালক বলে উঠলেন ‘কাট’। আর সেই পরিচালক আর কেউ নন, খোদ ‘অ্যানিম্যাল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। শট ভালো হওয়ার খুশিতে সিটিও মারেন তিনি। সঙ্গে সঙ্গে ধোনির মুখে শোনা গেল বিখ্যাত সংলাপ, ‘শুনাই দে রাহা হ্যায়, বেহরা নেহি হুঁ ম্যায়।’ আর এই মুহুর্ত নিমিশে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের।

My favourite animal is when DHONI remembers who he is 🔥 pic.twitter.com/Jgr3MDO28f
— EMotorad (@e_motorad) March 18, 2025
আরও পড়ুন- কলকাতা দায়িত্ব পেয়ে খুশি, প্রথম ম্যাচে নামার আগে বললেন রাহানে

–

–

–

–

–

–

–

–

–