আইপিএল শুরুর আগেই বিপত্তি । ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল । প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স । তবে তার আগেই বিপত্তি । সূত্রের খবর, অবশেষে পুলিশি নিরাপত্তার কারণে ক্রিকেটের নন্দনকানন ইডেন থেকে সরতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। সূত্রের খবর, গুয়াহাটিতে হতে পারে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। যদিও সরকারিভাবে এখনও জানান হয়নি বিসিসিআই-এর পক্ষ থেকে।

৬ এপ্রিল ইডেনে ম্যাচ ছিলো কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টের। তবে ওই দিন রামনবমী থাকায় পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানান হয় কলকাতা পুলিশের তরফ থেকে। কারণ ওই দিন মিছিল বেরোয় জায়গায় জায়গায়। তারপর থেকেই দফায় দফায় হয় বৈঠক । সূত্রের খবর , গত ৫ দিন ঘরে ম্যারাথন বৈঠক চালায় সিএবি । কেকেআর বনাম লখনউ ইডেনে করার চেষ্টা চালায় তারা । তবে পুলিশি নিরাপত্তার কারণে বাধা হয়ে দাঁড়ায় ওই ম্যাচ । আর যার ফলে ক্রিকেটের নন্দন কানন ইডেন থেকে সরতে চলেছে ম্যাচ। যা হতে চলেছে গুয়াহাটিতে।

আগামী ২২ মার্চ আইপিএল-এর অভিযান শুরু করবে কলকাতা । প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । তার প্রস্তুতিতে ব্যস্ত দুই দল। একদিকে যেমন ব্যাট হাতে নেটে গা ঘামাচ্ছেন অজিঙ্কে রাহানে, রিঙ্কু সিংরা। তেমনই অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলি , রজত পতিদাররা। শনিবারের ম্যাচের উত্তাপ যেন এখন থেকেই টের পাচ্ছে শহরবাসী ।

আরও পড়ুন- বিবাহবিচ্ছেদ চূড়ান্ত, চ্যাহাল-ধনশ্রীর ডিভোর্সে সিলমোহর দিল আদালত


–

—

–

—

–

—

–

—
–