Friday, November 7, 2025

লক্ষ্য বাংলায় বিনিয়োগ: মঙ্গলে শতাধিক শিল্পপতিদের সঙ্গে সাক্ষাতে মমতা

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

জগৎসভায় বাংলার শ্রেষ্ঠ আসন ধরে রাখতে বাণিজ্যে লক্ষ্ণীলাভের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অক্সফোর্ডের কেলগ কলেজে (Kellogg College) বক্তৃতার সূত্র ধরে লন্ডন সফরে বাংলার শিল্পের পথ প্রশস্ত করার লক্ষ্যে মঙ্গলেই পা ফেলবেন মমতা। সেই উদ্দেশ্যে ব্রিটিশ বিনিয়োগকারীদের (British investors) সঙ্গে বৈঠকের ঠাসা কর্মসূচি এদিন বাংলার মুখ্যমন্ত্রীর (Chief Minister)। লক্ষ্য বাংলার জন্য বৃহৎ শিল্পে বড় বিনিয়োগ।

বাংলার মুখ্যমন্ত্রী রবিবার লন্ডন (London) পৌঁছাতেই কাকতালীয়ভাবে মেঘ কেটে রোদ উঠেছে। ভারতীয় হাইকমিশনের ঠাসা কর্মসূচিতে কেটেছে সোমবার। মঙ্গলবার  বৈঠক ব্রিটিশ শিল্পপতিদের সঙ্গে। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে (BGBS) যে ব্রিটিশ লগ্নিকারী সংস্থা বাংলায় এসে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব ঝালিয়ে নিয়ে তাকে সফল করার পালা বাংলার মুখ্যমন্ত্রীর।

ফিকি (FICCI) ও ইউকে-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (UK-India Business Council) আয়োজিত বাণিজ্য বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে ইংল্যান্ডে অবস্থিত ভারতীয় শিল্পপতিদের সঙ্গে যেমন কথা হবে তাঁর, তেমনই ব্রিটিশ শিল্পপতিদের (British investors) সঙ্গেও বৈঠক করবেন তিনি। সম্মেলনে যোগ দেবেন শতাধিক শিল্পপতি। সেখান থেকে বাংলায় বৃহৎ শিল্পে বিনিয়োগের মধ্যে দিয়ে উৎপাদন-নির্ভর শিল্প বাংলায় প্রতিষ্ঠা করা লক্ষ্য মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে ব্রিটিশ প্রযুক্তির সঙ্গে বাংলার প্রযুক্তির আদান-প্রদানের মধ্যে দিয়ে বাংলার শিল্পক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস চালাবেন তিনি।

বঙ্গে লক্ষ্মী বসত করানোর এই উদ্যোগ প্রসারিত হবে বুধবারও। প্রশাসনিক বাণিজ্য বৈঠকের দিকেও তাকিয়ে গোটা বাংলা। আর বৃহস্পতিবার সেই শুভ দিন, যেদিন অক্সফোর্ডের (Oxford University) কেলগ কলেজে (Kellogg College) বক্তৃতা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...