Saturday, January 10, 2026

লক্ষ্য বাংলায় বিনিয়োগ: মঙ্গলে শতাধিক শিল্পপতিদের সঙ্গে সাক্ষাতে মমতা

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

জগৎসভায় বাংলার শ্রেষ্ঠ আসন ধরে রাখতে বাণিজ্যে লক্ষ্ণীলাভের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অক্সফোর্ডের কেলগ কলেজে (Kellogg College) বক্তৃতার সূত্র ধরে লন্ডন সফরে বাংলার শিল্পের পথ প্রশস্ত করার লক্ষ্যে মঙ্গলেই পা ফেলবেন মমতা। সেই উদ্দেশ্যে ব্রিটিশ বিনিয়োগকারীদের (British investors) সঙ্গে বৈঠকের ঠাসা কর্মসূচি এদিন বাংলার মুখ্যমন্ত্রীর (Chief Minister)। লক্ষ্য বাংলার জন্য বৃহৎ শিল্পে বড় বিনিয়োগ।

বাংলার মুখ্যমন্ত্রী রবিবার লন্ডন (London) পৌঁছাতেই কাকতালীয়ভাবে মেঘ কেটে রোদ উঠেছে। ভারতীয় হাইকমিশনের ঠাসা কর্মসূচিতে কেটেছে সোমবার। মঙ্গলবার  বৈঠক ব্রিটিশ শিল্পপতিদের সঙ্গে। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে (BGBS) যে ব্রিটিশ লগ্নিকারী সংস্থা বাংলায় এসে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব ঝালিয়ে নিয়ে তাকে সফল করার পালা বাংলার মুখ্যমন্ত্রীর।

ফিকি (FICCI) ও ইউকে-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (UK-India Business Council) আয়োজিত বাণিজ্য বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে ইংল্যান্ডে অবস্থিত ভারতীয় শিল্পপতিদের সঙ্গে যেমন কথা হবে তাঁর, তেমনই ব্রিটিশ শিল্পপতিদের (British investors) সঙ্গেও বৈঠক করবেন তিনি। সম্মেলনে যোগ দেবেন শতাধিক শিল্পপতি। সেখান থেকে বাংলায় বৃহৎ শিল্পে বিনিয়োগের মধ্যে দিয়ে উৎপাদন-নির্ভর শিল্প বাংলায় প্রতিষ্ঠা করা লক্ষ্য মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে ব্রিটিশ প্রযুক্তির সঙ্গে বাংলার প্রযুক্তির আদান-প্রদানের মধ্যে দিয়ে বাংলার শিল্পক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস চালাবেন তিনি।

বঙ্গে লক্ষ্মী বসত করানোর এই উদ্যোগ প্রসারিত হবে বুধবারও। প্রশাসনিক বাণিজ্য বৈঠকের দিকেও তাকিয়ে গোটা বাংলা। আর বৃহস্পতিবার সেই শুভ দিন, যেদিন অক্সফোর্ডের (Oxford University) কেলগ কলেজে (Kellogg College) বক্তৃতা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...