বাড়বে উষ্ণতা, আগামী তিনদিন ৪ ডিগ্রি পর্যন্ত উর্ধ্বমুখী পারদ!

উষ্ণ বসন্ত উৎসব কাটানোর পর চরম গরমে ইদ (Eid ) উদযাপন করতে হবে দক্ষিণবঙ্গকে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আগামী দু-তিনদিন প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। উইকেন্ডে কলকাতায় ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে উষ্ণতা। সকালে হালকা মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া কলকাতায়! স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে পারদ। আগামী শনিবার প্রায় ৩৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি পর্যন্ত উর্ধ্বমুখী হতে পারে বলে অনুমান। উত্তরের পার্বত্য এলাকায় শুক্র – শনিবার হালকা বৃষ্টি হতে পারে।