Monday, January 12, 2026

আদালতে মুখ পুড়ল বিজেপির, অভিযোগ নিয়েই সংশয় প্রকাশ বিচারপতির

Date:

Share post:

আদালতে মুখ পুড়ল বিজেপির।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি কর্মসূচিতে হামলার অভিযোগ নিয়ে আদালতে যায় বঙ্গ বিজেপি। আর সেই হামলা প্রমাণ করতে একটি ভিডিও ফুটেজ আদালতে পেশ করে।কলকাতা হাইকোর্টে(kolkata highcourt) সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ফুটেজ চালানো হয়। আর তা দেখার পর, বিজেপিকে ভর্ৎসনা করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সাফ জানিয়ে দেন অভিযোগ নিয়েই সংশয় আছে।এরপরই তার নির্দেশ, এই অভিযোগের ভিত্তিতে আরও স্পষ্ট ভিডিও ফুটেজ(vedio footage) আদালতে পেশ করতে হবে। ফলে বিজেপি যা প্রমাণ করতে চেয়েছিল, তা বুমেরাং হয়ে তাদের কাছেই ফিরে আসে।

চলতি বছরের ১৯ মার্চের একটি ঘটনা নিয়ে আদালতে গিয়েছে বিজেপি।ওই দিন বারুইপুরে দলীয় কর্মসূচি ছিল রাজ্যের বিরোধী দলনেতার। আবার তার মাত্র ১০০ মিটারের মধ্যেই তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি ছিল।বিষয়টি শুনে অবাক হয়ে যান বিচারপতিও। দু’টি বিরোধী রাজনৈতিক দলের অনুষ্ঠান একই দিনে, একই সময়ে, প্রায় একই জায়গায় হওয়ায় তিনি অবাক হয়ে যান।

ওই দিন বিরোধী দলনেতা বিক্ষোভের সামনে পড়েন।বিজেপি কর্মীরা এর দায় শাসকদলের ওপর চাপায়। এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়।বিচারপতি জানতে চান, একই জায়গায় কীভাবে এই দু’টি কর্মসূচির অনুমতি দেওয়া হল। রাজ্যের আইনজীবী জানান, রাজনৈতিক কর্মসূচির ‘অনুমতি দিলেও দোষ, না দিলেও দোষ!তিনি আরও বলেন, কেউ যদি রাজনৈতিক বিরোধিতা প্রদর্শনের জন্য বিক্ষোভ দেখান, সেটা তো অন্যায় নয়।এরপরই ওই দিনের ঘটনার ভিডিও ফুটেজ দেখতে চান বিচারপতি ঘোষ। আর তখনই প্রশ্ন ওঠে বিজেপির করা অভিযোগ নিয়ে। বিজেপির পেশ করা সেই দিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, এই ফুটেজে কিছুই দেখা যাচ্ছে না। এই ফুটেজ দেখে মনে হচ্ছে, পুলিশ আপনাদেরই বাঁচানোর চেষ্টা করছে।

 

 

spot_img

Related articles

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...