Saturday, May 17, 2025

আদালতে মুখ পুড়ল বিজেপির, অভিযোগ নিয়েই সংশয় প্রকাশ বিচারপতির

Date:

Share post:

আদালতে মুখ পুড়ল বিজেপির।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি কর্মসূচিতে হামলার অভিযোগ নিয়ে আদালতে যায় বঙ্গ বিজেপি। আর সেই হামলা প্রমাণ করতে একটি ভিডিও ফুটেজ আদালতে পেশ করে।কলকাতা হাইকোর্টে(kolkata highcourt) সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ফুটেজ চালানো হয়। আর তা দেখার পর, বিজেপিকে ভর্ৎসনা করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সাফ জানিয়ে দেন অভিযোগ নিয়েই সংশয় আছে।এরপরই তার নির্দেশ, এই অভিযোগের ভিত্তিতে আরও স্পষ্ট ভিডিও ফুটেজ(vedio footage) আদালতে পেশ করতে হবে। ফলে বিজেপি যা প্রমাণ করতে চেয়েছিল, তা বুমেরাং হয়ে তাদের কাছেই ফিরে আসে।

চলতি বছরের ১৯ মার্চের একটি ঘটনা নিয়ে আদালতে গিয়েছে বিজেপি।ওই দিন বারুইপুরে দলীয় কর্মসূচি ছিল রাজ্যের বিরোধী দলনেতার। আবার তার মাত্র ১০০ মিটারের মধ্যেই তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি ছিল।বিষয়টি শুনে অবাক হয়ে যান বিচারপতিও। দু’টি বিরোধী রাজনৈতিক দলের অনুষ্ঠান একই দিনে, একই সময়ে, প্রায় একই জায়গায় হওয়ায় তিনি অবাক হয়ে যান।

ওই দিন বিরোধী দলনেতা বিক্ষোভের সামনে পড়েন।বিজেপি কর্মীরা এর দায় শাসকদলের ওপর চাপায়। এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়।বিচারপতি জানতে চান, একই জায়গায় কীভাবে এই দু’টি কর্মসূচির অনুমতি দেওয়া হল। রাজ্যের আইনজীবী জানান, রাজনৈতিক কর্মসূচির ‘অনুমতি দিলেও দোষ, না দিলেও দোষ!তিনি আরও বলেন, কেউ যদি রাজনৈতিক বিরোধিতা প্রদর্শনের জন্য বিক্ষোভ দেখান, সেটা তো অন্যায় নয়।এরপরই ওই দিনের ঘটনার ভিডিও ফুটেজ দেখতে চান বিচারপতি ঘোষ। আর তখনই প্রশ্ন ওঠে বিজেপির করা অভিযোগ নিয়ে। বিজেপির পেশ করা সেই দিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, এই ফুটেজে কিছুই দেখা যাচ্ছে না। এই ফুটেজ দেখে মনে হচ্ছে, পুলিশ আপনাদেরই বাঁচানোর চেষ্টা করছে।

 

 

spot_img

Related articles

স্ত্রীকে খুন করে ১০ কিমি এলাকা জুড়ে দেহের টুকরো ছড়ানো! টের পেল না যোগীর পুলিশ

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (Uttarpradesh) আইনশৃঙ্খলা একেবারে তলানিতে। সে রাজ্যে অশান্তির পর খুন এবং খুনের পর কেটে টুকরো টুকরো...

নামার সময় দুটুকরো হেলিকপ্টার! কেদারনাথে উড়ান নিরাপত্তায় প্রশ্ন

কেদারনাথের হেলিপ্যাডে নামার আগের মুহূর্তে বড়সড় বিপদের মুখে যাত্রীবাহী হেলিকপ্টার। এয়ার অ্যাম্বুল্যান্সের কাজে নিযুক্ত হেলিকপ্টারটি (helicopter) যান্ত্রিক গোলযোগের...

বিদেশে পাক-বিরোধী প্রচারে কোন বিপক্ষ সাংসদরা, তালিকা প্রকাশ কেন্দ্রের

পাকিস্তান বিরোধী প্রচারে একাধিক দেশে যাবেন ভারতের সাংসদরা। এক একটি দেশে সাংসদদের যে প্রতিনিধিরা যাবেন তাঁদের নেতৃত্বে থাকবেন...

বৃষ্টির আশঙ্কা নিয়েই আজ দ্বিতীয় দফার আইপিএল শুরু, ফেভারিট বিরাটরা 

ভারত-পাক সংঘাতের আবহে ধরমশালায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল ম্যাচ (পঞ্জাব সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস)। সাময়িক বিরতি কাটিয়ে...