Friday, December 26, 2025

এসএসসি ইস্যু নিয়ে প্রচারে থাকার চেষ্টা! অভিজিতের মুখোশ খুললেন কুণাল

Date:

Share post:

রাজ্যের ২৬ হাজার চাকরিপ্রার্থীকে এক কলমের খোঁচায় চাকরিহারা করে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী যখন চোখের জল ফেলছেন, একমাত্র রাজ্য সরকার তাঁদের পাশে দাঁড়িয়েছে। চাকরির পথ খুলে সমাধান খোঁজার জন্য। আর সেই বাজারে বিরোধীরা ফায়দা তোলার চেষ্টা করছে শিক্ষক সমাজের চোখের জলের মার্কেটিং করতে। তারই মধ্যে হঠাৎ চাকরিহারা শিক্ষক দরদী হয়ে মাঠে নেমেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বভাবতই তিনি যে বিজেপিতে গিয়ে নিষ্প্রভ হয়ে যাওয়ায় এই ইস্যুতে ফের ভেসে ওঠার চেষ্টা করছেন, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ল না রাজ্যের শাসকদল।

মঙ্গলবার এসএসসি দফতরে (SSC office) চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে চেয়ারম্যান না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি। তাতেও হাল ছাড়তে নারাজ অভিজিৎ। জানিয়েছেন তিনি বুধবার আবার আসবেন। সেখানেই চাকরিহারাদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়া অভিজিতের মুখোশ খুলে দিয়েছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিজিতের প্রচারের আলোয় আসার প্রয়াস দেখে কুণাল বলেন, তিনি যখন বিচারপতি ছিলেন তখন জটটা রেখেছেন কী বিজেপিতে এসে এটাকে ইস্যু করবেন বলে? যতদিন বিচারপতি ছিলেন না না অবসার্ভেশন দিয়েছেন, সমাধান করে দেননি কেন। তাহলে কী মাথায় ছিল, দুদিন বাদে বিজেপি যোগ দেব, এখন হাইকোর্টের (Calcutta High Court) চেয়ার অপব্যবহার করি। তাতে জট পাকুক। বিজেপির সাংসদ হয়ে এসে তখন এটাতে ইস্যু করব।

সম্প্রতি হঠাৎই এসএসসি-র চাকরিহারাদের নিয়ে ‘ব্যথিত’ হতে দেখা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর কুমিরের কান্নার পাশাপাশি শোনা গিয়েছে তিনি নাকি যোগ্য-অযোগ্য (tainted-untainted) বাছার ফর্মুলা জানেন। সেখানেই কুণাল ঘোষের দাবি, অভিজিৎবাবুর কাছে সত্যি যদি কোনও ফর্মুলা থাকে তিনি সংবাদ মাধ্যমকে ডেকে প্রকাশ্যে বলুন। মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে ফর্মুলাটা বলুন।

কিন্তু তিনি তা করছেন না। তার কারণও স্পষ্ট করে কুণাল জানান, বিচারপতি থেকে যতটা প্রচারের আলোয় থাকতেন, সাংসদ হয়ে তত নিষ্প্রভ। চাকরি বিষয়টা ওনার রাজনীতির অন্যতম প্রচার। বিজেপি নেতা হিসাবে বাকি নেতারা সেভাবে সামনে আসতে দিচ্ছে না। এবার ওনার ক্ষেত্রে গিয়ে নিজের মতো করে ভেসে উঠতে চাইছেন।

spot_img

Related articles

ফের টরেন্টোতে খুন ভারতীয় ছাত্র! বিশ্ববিদ্যালয়ের সামনেই গুলি

হিমাংশি খুরানার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের টরেন্টোতে (Toronto) খুন আরেক ভারতীয় যুবক। নিহত পড়ুয়ার নাম শিবাংঙ্ক...

বৈভবের মুকুটে নতুন পালক, রাষ্ট্রপতির থেকে পেলেন সর্বোচ্চ সম্মান

তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর (vaibhav Suryavanshi)মুকুটে এবার জুড়ল নতুন পালক, নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টিনএজার ক্রিকেটার...

ফের মমতার দেখানো পথে ডবল ইঞ্জিন সরকার! ‘মা ক্যান্টিনে‘র আদলে দিল্লিতে ‘অটল ক্যান্টিন’

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একের পর এক জনমুখী প্রকল্প নকল করে প্রচারের আলোয় থাকতে চাইছে বিজেপি...

ইআরও–দের না জানিয়েই ভোটারদের নাম বাদ, মনোজ আগরওয়ালকে চিঠি আমলাদের

রাজ্যে এসআইআরের খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যা নিয়ে রাজনৈতিক  বিতর্ক তুঙ্গে। এরইমধ্যে ইআরওদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।...