Saturday, November 15, 2025

অস্কারের সঙ্গে ঝামেলা ক্লেটনের, ম্যাচের মাঝেই মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা

Date:

Share post:

সুপার কাপের প্রস্তুতির মাঝেই ইস্টবেঙ্গল(Eastbengal) কোচের সঙ্গে মনমালিন্য ক্লেটন সিলভার(Cleiton Silva)। অন্তত রবিবারের প্রস্তুতিতে তো সেই ছবিই ফুটে উঠছে। চেন্নাইয়িন এফসির(Chennaiyin Fc) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। আর সেই ম্যাচের শুরুর দিকেই কোচের সঙ্গে তুমুল ঝামেলা ইস্টবেঙ্গলের ব্রাজিলিয় তারকা ফুটবলার ক্লেটন সিলভার। মাত্র ৩০ সেকেন্ডের জন্য ম্যাচে নামলেন তিনি। কোচের সঙ্গে ঝামেলার পরই মাঠ ছেড়ে বেড়িয়ে যান ক্ষুব্ধ ক্লেটন সিলভা। আর তাতেই সুপার কাপের আগে ইস্টবেঙ্গল শিবিরের অন্দরমহল নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আইএসএলে চূড়ান্ত ব্যর্থ লাল-হলুদ বাহিনী। সুপার কাপ দিয়েই ঘুরে দাঁড়াতে চান অস্তার ব্রুজোঁ(Oscar Bruzon)। সেই প্রস্তুতিও চলছে। কিন্তু তারই মাঝে কোচের সঙ্গে ঝামেলা ক্লেটন সিলভার(Cleiton Silva)। ম্যাচের শুরুর দিকেই কিছু নির্দেশ দিচ্ছিলেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। আর সেটাই নাকি শুনতে চাননি ইস্টবেঙ্গলের এই ব্রাজিলিয় তারকা ফুটবলার। শোনাযাচ্ছে কোচের কথা না শুনে নিজের মতোই খেলতে চেয়েছিলেন ক্লেটন সিলভা। এরপরই দুজনের মধ্যে মাঠেই ঝামেলা শুরু হয়ে যায়। মাথা গরম করে সেই মুহূর্তেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান ক্লেটন সিলভা।

সুপার কাপের(Super Cup) আগে দলের অন্দরে এমন ঝামলে যে ইস্টবেঙ্গলের(Eastbengal) চাপ অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ক্লেটনের এমন ব্যবহার কোচ অস্কারও(Oscar Bruzon) কিন্তু খুব একটা ভাল চোখে দেখছেননা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। যদিও ক্লেটন ছাড়া বাকিরা সকলেই এদিন চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচে খেলেছিলেন। ১-০ গোলে প্রস্তুতি ম্যাচে চেন্নাইয়িন এফসিকে হারিয়েছে ইস্টবেঙ্গল।

কিন্তু এতকিছুর মধ্যেও একটা অস্বস্তি যেন রয়েই গেল লাল-হলুদের অন্দরমহলে। আর সেই অস্বস্তির নাম এখন ক্লেটন সিলভা। যদিও এই মরসুমের পরই হয়ত তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়়ান্ত করে ফেলতে পারে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...