Saturday, August 23, 2025

ত্রিফলায় তিনদিন ঝড়-জলের সতর্কতা রাজ্যে, বর্ষবরণের আগেই কালবৈশাখীর পূর্বাভাস

Date:

Share post:

দিনে দহনজ্বালা, রাতে শীত শীত ভাব। চৈত্রের শেষে এ এক আজব আবহাওয়া। এরই মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস (Alipore Weather Department)। সোমবার আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসের জানিয়েছে, তি্নদিকে তিন ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের আবহ তৈরি হয়েছে বাংলায়। ঝড়ের সম্ভাবনা প্রবল। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পয়লা বৈশাখের আগেই এমনই সতর্কতা জারি করল হাওয়া অফিস।

মধ্য বিহার থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তার লাভ করেছে। আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে আরও জানা গিয়েছে য়ে, বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অসম-সংলগ্ন এলাকাতেও আরও একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে।অসম থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত ওই নিম্মচাপ অক্ষরেখার বিস্তার। এর ফলে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। ত্রিফলা ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। ফলস্বরূপ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৭ এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা প্রবল। আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। আবহবিদরা বজ্রপাতের সময় জনসাধারণকে আরও বেশি করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস বলেন, একাধিক নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়, সেই সঙ্গে অনুকূল বায়ুস্রোত ও বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্পের প্রবেশের ফলে বজ্রবিদ্যুতের প্রবণতা বাড়ছে। জলীয় বাষ্পপূর্ণ শীতল বাতাস স্থলভাগে প্রবেশ করায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। এর পাশাপাশি রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা তিন দিন ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়ার সম্ভাবনা উপকূলবর্তী জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্র-বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ শতাংশ।

 

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...