বিজেপি শাসিত যোগীরাজ্যে ফের নারী নির্যাতনের ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে। বারাণসী, কাসগঞ্জ, রামপুরের পর এবার খাস লখনৌ (Rape in Lucknow)। চলন্ত গাড়িতে দুই বোনকে ধর্ষণের চেষ্টা, বাধা দিতে গেলে বিউটিশিয়ান তরুণীকে (২৬) গলার নলি কেটে খুন। হুমকি মৃতার বোনকেও। উত্তরপ্রদেশের (Uttatpradesh ) লখনৌয়ের এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, একজন পলাতক। এই নিয়ে গত কয়েক দিনে পর পর চার বার গণধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মতো অভিযোগ বিজেপির (BJP) ডাবল ইঞ্জিন রাজ্যে।

মৃতার পরিবার সূত্রে জানা গেছে, তরুণী পেশাদার বিউটিশিয়ান হিসেবে কাজ করতেন।সুধাংশু নামে এক ব্যক্তি একটি বিয়েতে অনুষ্ঠানে কনের মেহেন্দি পরানোর জন্য ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। রূপটানশিল্পী তাঁর বোনকে নিয়ে মেহেন্দি পরাতে যান। এরার জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন সুধাংশুই। রাতে ফেরার সময় নির্ধারিত গাড়িতে অজয়, বিকাশ ও আদর্শ নামের তিন যুবক ওই বিউটিশিয়ান তরুণী এবং তাঁর বোনকে ধর্ষণের চেষ্টা করেন।বাধা দেওয়ায় তরুণীর ঘাড়ে পর পর কোপ বসিয়ে দেওয়া হয়। গলার নলি কেটে দেওয়ায় গাড়িতেই তাঁর মৃত্যু হয়। এরপরই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় চার চাকা। স্থানীয়রা সেখানে পৌঁছনোর আগেই তিনি অভিযুক্ত পালিয়ে যায়।ঘটনার পর নিহত তরুণীর স্বামী লখনউয়ের বঁঠরা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে, তৃতীয় অভিযুক্তের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

–

–

–

–
–

–
–

–

–
