অনলাইন মাধ্যমে বেড়ে চলা অশ্লীল ও আপত্তিকর বিষয়বস্তু নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সোমবার একটি জনস্বার্থ মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি বি আর গবই এবং বিচারপতি এজি মাসিহ্র বেঞ্চ কেন্দ্রীয় সরকার, একাধিক ওটিটি (OTT) সংস্থা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অনলাইন সার্চ ইঞ্জিনকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে।

তালিকায় রয়েছে অ্যামাজ়ন প্রাইম, নেটফ্লিক্স, অল্টবালাজি, উল্লু ডিজিটাল, এক্স (পূর্বতন টুইটার), মুবি, গুগ্ল, মেটা এবং অ্যাপল। আবেদনকারীর আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন আদালতে জানান, ওটিটি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন অনেক বিষয়বস্তু রয়েছে যা অশ্লীল, সহিংস এবং সমাজের জন্য ক্ষতিকর। এসব নিয়ন্ত্রণে সরকারের কোনও কার্যকর পদক্ষেপ নেই বলে তিনি অভিযোগ করেন।

আদালত জানিয়েছে, এই বিষয়টি শুধুমাত্র আইনগত নয়, সামাজিক দায়িত্বের সঙ্গেও জড়িত। তাই কেন্দ্রকে বলা হয়েছে, এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে এবং অনলাইন কনটেন্ট পর্যবেক্ষণের জন্য একটি জাতীয় কন্টেন্ট নিয়ন্ত্রণ বোর্ড গঠনের বিষয়ে ভাবনা চিন্তা করতে।

সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন স্বীকার করেন যে অনেক সাধারণ অনুষ্ঠানেও আপত্তিকর বিষয়বস্তু থাকছে এবং কিছু শো এমন পর্যায়ে পৌঁছেছে, যা পরিবার-সহ দেখা সম্ভব নয়। প্রসঙ্গত, এর আগে রণবীর ইলাহাবাদিয়ার মামলায়ও সুপ্রিম কোর্ট অনলাইন কনটেন্টের উপর নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রকে পদক্ষেপ নিতে বলেছিল। এবার ফের একবার এই বিষয়ে শীর্ষ আদালতের সক্রিয় হস্তক্ষেপে অনলাইন মাধ্যমের স্বাধীনতা বনাম নীতিগত সীমারেখা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন – উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা কবে? জানিয়ে দিল শিক্ষা সংসদ

_

_

_

_

_

_

_

_
