Saturday, November 15, 2025

শুক্রবারেও সীমান্তে গুলির লড়াই, একাধিক ভারতীয় ঘাঁটি টার্গেট পাক সেনার

Date:

Share post:

টানা আটদিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ক্রমাগত কাশ্মীর (Kashmir) সীমান্তে ভারতীয় সেনার (Indian Army) উপর হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার মাঝরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত একনাগাড়ে ভারতের একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা জবাব দিয়েছে দেশের সেনাও। দুপক্ষের লড়াইয়ে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

পহেলগামে হামলার (Pahelgam attack) পর ভারত পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। নয়া দিল্লির এই ঘোষণার পরের দিন থেকেই সীমান্তে অবিরাম গুলি বর্ষণ শুরু করেছে প্রতিবেশী রাষ্ট্রের সেনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে ভারতকে চাপে রেখে মেন্টাল গেম খেলতে চাইছে পাকিস্তান। পাশাপাশি হামলাকারী জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে আছে বলে যে দাবী করেছে এনআইএ (NIA) তা যদি সত্যি হয় তাহলে এভাবে এক নাগাড়ে ভারতীয় সেনাকে সীমান্ত ব্যস্ত রাখার ফলে সেই জঙ্গিদের পাক অধিকৃত কাশ্মীরে ফেরার সুযোগ করে দিতে চাইছে ইসলামাবাদ (Islamabad), এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল । বৃহস্পতিবার রাতে সীমান্তরেখার নিকটবর্তী কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নৌশেরা, আখনুরের সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। সঙ্গে সঙ্গে পালটা গুলি চালিয়ে ভারতীয় সেনাও জবাব দিয়েছে। এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী নৌসেরা, সুন্দেরবানি, আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে পাকিস্তানের সেনাবাহিনী। লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে মঙ্গলবারই শাহবাজ শরিফের দেশকে সতর্ক করেছিল ভারত।তারপরও পাকিস্তানের অসংযত আচরণ থামছে না। এবার ভারতের পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই দেখার।

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...