গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

Date:

Share post:

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় (Goa’s Shirgaon temple causes stampede situation) রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাত থেকেই ভিড় বাড়তে থাকে, শুরু হয় হুড়োহুড়ি। শনিবার ভোরের দিকে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অনেকে ভিড়ের চাপে পড়ে যান, এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে, সংখ্যাটা আরও বাড়তি পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত পঞ্চাশের বেশি। অসমর্থিত সূত্রের খবর শুক্রবার ভোরের দিকে আরও একজনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে সেই তথ্য নিশ্চিত করা হয়নি। এত মানুষের জমায়েতের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন দর্শনার্থীরা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (Goa Police)। আহতদের গোয়া মেডিক্যাল কলেজ ও উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত যত গভীর হয় ততই মন্দিরে ভিড় বাড়তে থাকে। স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খান। ভিড়ের মধ্যে একাংশের মানুষ নিয়ন্ত্রণ হারান। তাঁদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। কেন এই ঘটনা তা স্পষ্ট নয়। শতাব্দীপ্রাচীন এই যাত্রায় যোগ দেওয়ার জন্য প্রতি বছর দূরদূরান্ত মানুষ শিরগাঁওয়ে ভিড় করেন। শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে। শতাব্দী প্রাচীন এই শোভাযাত্রাগ গোয়ার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। এখানে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত কয়লার মধ্যে দিয়ে হেঁটে যান। এটাই ‘শিরগাঁও যাত্রা’ বা ‘দেবী লাইরাই যাত্রা’ বলে পরিচিত। শুক্রবার রাতে মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা। মন্দির কর্তৃপক্ষের গাফিলতির জেরেই পদপিষ্টের ঘটনা বলে মনে করা হচ্ছে। দুঃখপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)। কীভাবে দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু পুলিশের।

 

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কত ধরনের বিচিত্র গাছ: খুঁজতে সুভাষ সরোবরে বৃক্ষসুমারি

রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পর এবার সুভাষ সরোবরে (Subhash Sarobar) শুরু হচ্ছে বৃক্ষসুমারি। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)...