Tuesday, August 26, 2025

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

Date:

Share post:

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা বাংলাকে বদনাম করতে একটি সুযোগও ছাড়ে না। শনিবার ভোরে গোয়ার (Goa) শিরগাঁও-এ লাইরাই দেবী (Lairai Devi) মন্দিরে যে পদপিষ্টের ঘটনা ঘটেছে, তাতে বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনিক ব্যর্থতাকে তোপ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee)। এই ঘটনাকে নিয়মমাফিক গাফিলতি (systematic negligence) বলে অভিযোগ করেন তিনি। ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর এবং প্রায় ৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

শনিবার ভোর রাতে গোয়ার লাইরাই দেবী (Lairai Devi) মন্দিরের শোভাযাত্রায় মৃত্যু মিছিলে শোকের ছায়া দেশ জুড়ে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, গোয়ার শ্রীদেবী লাইরাই মন্দিরে ছয়জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। হাথরস থেকে গোয়া (Goa) – ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে এই একই ধরনের দুঃখজনক ঘটনার পুণরাবৃত্তি, একই ধরনের বিরক্তিকর প্রশাসনিক উদাসিনতাকে (apathy) প্রতিফলিত করে।

এই ঘটনায় যাতে অভিযুক্তরা কোনওভাবেই ছাড় না পায় ও মৃতদের পরিবার বিচার পায় সেই দাবি তুলে অভিষেক লেখেন, গোয়া প্রশাসনের কাছে আমার অনুরোধ যেন একটি নিরপেক্ষ তদন্ত হয় এবং এড়ানো যেত এমন জীবনহানির ঘটনায় ঠিকভাবে দায়িত্ব নেওয়া হয়। নাগরিকদের নিরাপত্তা নিয়মমাফিক অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে না, দাবি অভিষেকের।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...