এবার কাজে বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাই কোর্টে দ্বারস্থ পরিচালক সুদেষ্ণা রায়। ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতে অবমাননার মামলা দায়ের করেছেন সুদেষ্ণা। এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা। রাজ্যকে মামলার কপি সার্ভ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন এই অভিযোগ উঠছে বারবার?

পরিচালক বিদুলা ভট্টাচার্যর পরে ফেডারেশনের বিরুদ্ধে কাজ বাধার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন সুদেষ্ণা রায়। ১৬ এপ্রিল স্যোশাল মিডিয়ায় লাইভে শুটিংয়ে অসহযোগিতার অভিযোগ করেন পরিচালক। তাঁর অভিযোগ, ১৮ এপ্রিল থেকে নতুন ছবির শুটিং শুরু করার কথা ছিল কিন্তু সেই শ্যুটিং-এ বাধা দেওয়া হচ্ছে।
উত্তর কলকাতার একটি লোকেশনে শুটিংয়ের সেট ডিজাইন কথা ছিল পরিচালকের। অভিযোগ, নির্ধারিত সময়ে সেখানে পৌঁছে সুদেষ্ণা দেখেন, প্রোডাকশনের তরফে কেউ উপস্থিত নেই।

সুদেষ্ণার আরও অভিযোগ, “পাঁচটি গিল্ডের সবার সঙ্গে আমার কথা হয়েছে। সবাই জানিয়েছে, কাজ করবে না। ভেবে আরও আশ্চর্য হচ্ছি, কাজ না করার কারণ কেউ বলতে পারছেন না। এ সব দেখে আমি খুবই শকড হয়েছি। মহামান্য আদালতের নির্দেশ ছিল, কোনও কাজই বাধাপ্রাপ্ত হবে না। তার পরও এমন ঘটছে দেখে আমি স্তম্ভিত।“


আরও পড়ুন – খুনের হুমকি মহম্মদ সামিকে, এফআইআর ভাইয়ের

_

_

_

_
_

_

_

_

_

_