পঁচিশে বৈশাখের সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরম। রবির কিরণে প্রাণ ওষ্ঠাগত হওয়ার মতো অবস্থা। তাপপ্রবাহের (Heatwave) পূর্বাভাস সত্যি করে ক্রমশ ঊর্ধ্বমুখী পারদ। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আগামী সোমবার পর্যন্ত পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বৈশাখের প্রায় শেষ লগ্নে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম, বাংলার সব জেলাতেই গরম বাড়বে।পশ্চিম ও উত্তর পশ্চিমের শুষ্ক আবহাওয়া। কিন্তু গরম আর অস্বস্তিকর পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের (Heatwave) তীব্র দহন অনুভূত হচ্ছে। তবে আগামী সপ্তাহের গোড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনি- রবিতে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের তাপপ্রবাহের মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

–
–

–
–

–

–

–

–


–

–

–

–

–