Tuesday, May 13, 2025

বিরাটের সিদ্ধান্তে বার্তা গম্ভীরের, হতবাক শাস্ত্রী

Date:

Share post:

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাট ভক্তদের বিষন্নতার ভাব ফুটে উঠেছে। শুধু বিরাট ভক্তরাই নন। ভারতীয় ক্রিকেটমহলও যেন নড়ে গিয়েছে বিরাট কোহলির এই সিদ্ধান্তে। রবি শাস্ত্রী যেমন বিশ্বাস করতে পারছেন না। তেমনই হরভজন সিং(Harbhajan Singh) প্রশ্ন তুলেছেন কেন এমনটা হল। অন্যদিকে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir) আবার খানিকটা আবেগতাড়িত বার্তা। বিরাট কোহলির এমন একটা সিদ্ধান্তের প্রত্যাশা যেন কেউই করছিলেন না। যদিও শেষপর্যন্ত তেমনটাই হয়েছে।

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার পরই নিজের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। বিসিসিআইকে(BCCI) তাঁর টেস্ট না খেলার কথা জানানোর পর থেকেই কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন বোর্ড কর্তারা। এরপরই শুরু হয়েছিল বিরাট কোহলিকে বোঝানোর প্রচেষ্টা। কিন্তু একবার যখন সিদ্ধান্ত নিয়েছেন আর কিছু করার নেই। শেষপর্যন্ত সেই সিদ্ধান্তেই অটল থাকেন তিনি। বিরাট কোহলির টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরই কার্যত হতবাক রবি শাস্ত্রী(Ravi Shastri)। তিনি যেন বিরাট কোহলির(Virat Kohli) এই সিদ্ধান্ত মেনে নিতেই পারছেন না।

রবি শাস্ত্রী তো সোশ্যাল মিডিয়াতে বলেই ফেলেন, “আমি এখনও বিশ্বাসই করতে পারছি না। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে তুমি একজন মডার্ন ডে জায়ান্ট। টেস্ট ক্রিকেটের একজন যোগ্য অ্যাম্বাসেডর তুমি”।

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও বার্তা দিয়েছেন বিরাটকে। তিনি একদিকে যেমন হতাশ, “তেমনই বিরাট কোহলিকে সিংহের সঙ্গে তুলনাও করলেন গম্ভীর। তিনি জানিয়েছেন, সিংহের মতো মানসিকতার তুমি। তোমায় মিস করব”।

এদিন গোটা বিশ্বের ক্রিকেট মহল যেন বিরাট কোহলির এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। এসেছে মিশ্র প্রতিক্রিয়া। বিরাট কোহলির অবসরের সিদ্ধান্তে আবাগতাড়িত বার্তাই দিয়েছে প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। টেস্ট থেকে অবসর নিলেও ওডিআই ক্রিকেটে অবশ্য নিজের খেলা চালিয়ে যাবেন বিরাট কোহলি।

spot_img

Related articles

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু...