Monday, May 19, 2025

মোহনবাগান নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন সহ সভাপতি কুণাল ঘোষ

Date:

Share post:

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের(Election) সময় যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শুরু হয়েছে নানান তর্জা। মোহনবাগানের(Mohunbagan) নির্বাচন ঘিরে এবার বিজেপির দাবীকে নস্যাত করলেন মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ(Kunal Ghosh)। মোহনবাগান নির্বাচনের সঙ্গে যে কোনওরকম রাজনৈতিক যোগ নেই, রবিবার সেই কথাই স্পষ্ট করে দিয়েছেন মোহনবাগানের সহ সভাপতি।

রাজ্যের বিরোধি শিবিরের তরফ থেকে হঠাত্ই মোহনবাগানের(Mohunbagan) নির্বাচন নিয়ে নানান বিরূপ মন্তব্য আসতে শুরু করেছিল। বিশেষ করে তাদের অভিযোগ যে মোহনবাগান ক্লাব নাকি এখন তৃণমূলের(TMC) কার্যালয়ে পরিণত হয়েছে। নির্বাচনের আগে এমন নানান কথাই দের তরফ থেকে আসতে শুরু করেছে। এদিন তারই জবাব দিলেন সবুজ-মেরুণ ক্লাবের সহসভাপতি কুণাল ঘোষ(Kunal Ghosh)। তাঁর মতে মোহনবাগান ক্লাবে বরাবরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সদস্য হিসাবে দেখা গিয়েছে। ক্লাব করার সময় সেখানে কোনওরকম রাজনৈতিক পরিচয় থাকে না, সকলেই তখন মোহনবাগান সদস্য হিসাবেই কাজ করেন। বিরোধিদের তকফে এমন কথা যে একেবারেই ভুল তা বলতেও দ্বিধা করেননি সহ সভাপতি কুণাল ঘোষ।

মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ জানিয়েছেন, “এটা একেবারেই ঠিক নয়, কারণ কলকাতা ময়দানে ফুটবল সহ সমস্ত খেলাতেই ক্রীড়াপ্রেমী হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যুগে যুগে অংশগ্রহণ এটা কিন্তু কোনও অবস্থাতেই নতুন নয়। এখানে সিপিএম আছে, বিজেপি রয়েছে, তৃণমূল রয়েছে। যারা থাকেন, মূলত ক্লাবগুলো যখন করতে যান সেই সময় দলের পরিচয়টা রাখেন না। ফলে এগুলো যদি বিজেপির তরফ থেকে মোহনবাগান নির্বাচন নিয়ে বলা হয়ে থাকে, এটা সম্পূর্ণ ভুল বলা হচ্ছে। কারণ সক্রিয়ভাবে যিনি বিজেপির প্রচারে থাকেন সেরম একজন তো বর্তমান যিনি সচিব তাঁর সমর্থণে প্রকাশ্যে প্রচার করছেন। তিনি তো বিজেপির। ফলে ব্যাপারটা তো এরকম নয় যে বিজেপি বলবে মোহনবাগান মানে তৃণমূলের, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। নিশ্চই তৃণমূলের নেতা, নেত্রী, বহু সমর্থক তারা আবার মোহনবাগানেরও সমর্থক। অন্য দলের সমর্থকও তো মোহনবাগানে রয়েছে”

কুণাল ঘোষ আরও বলেন, “এটাআপনি কী করে অস্বীকার করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্তীর অরূপ বিশ্বাস শুধুমাত্র মোহনবাগান নয়, সবকটি বড় ক্লাবকে পরিকাঠামো তৈরি করা, ফ্লাডলাইট তৈরি করা। অন্যান্য সারা বাংলার ক্লাবগুলোকে যে পরিমান সাহায্য করেছে, এটা কোনও যুগে কোনও সরকার কেউ করেনি। ফলে এখন শুধু তৃণমূলের দিকে আঙুল তুলে কোনও লাভ আছে”

অর্থাৎ মোহনবাগান নির্বাচনের সঙ্গে রাজনীতির যে কোনওরকম সম্পর্ক নেই, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন সবুজ-মেরুন সহ সভপাতি।

spot_img

Related articles

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...

প্রস্তুতি তুঙ্গে! সোমে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১৯ মে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এরপর সড়কপথে রওনা...