Monday, May 19, 2025

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

Date:

Share post:

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক শাহ ওরফে মিঠু শাহ (Mithu Sah)। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন নিরাপত্তারক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল জাহাঙ্গির আলম। ঘটনায় নদিয়ার (Nadia) থানারপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে বিধায়ক তাপস সাহার (Tapos Saha) স্মরণসভা থেকে ফিরে আসার পর। অভিযোগ, ওই অনুষ্ঠানের পরে অতিরিক্ত মদ্যপান করে বাড়ি ফেরেন মিঠু শাহ। রাতে নিজের ঘরে যেতে বলায় নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। আচমকাই একটি এক নলা দেশি পিস্তল বার করে গুলি ছোড়েন মিঠু। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনও মতে প্রাণে বাঁচেন নিরাপত্তা রক্ষী। এরপরেই তৃণমূল (TMC) নেতার স্ত্রী তথা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মানোয়ারা শাহ নিরাপত্তারক্ষীকে নিজের ঘরে নিয়ে যান এবং পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি এক নলা দেশি পিস্তল, দুটি সেভেন ও ৯ এমএম পিস্তল, ৮ রাউন্ড কার্তুজ এবং একটি গুলির খোল উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত মিঠুকে শাহকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শূন্যে গুলি চালিয়ে ছিলেন বলে দাবি করলেও রাপত্তারক্ষীকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। মিঠুর বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে।

তেহট্টের প্রভাবশালী তৃণমূল বিধায়ক তাপস সাহার ঘনিষ্ঠ ছিলেন মিঠু শাহ (Mithu Sah)। বর্তমানে করিমপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পদে রয়েছেন তিনি। এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে ওঠা বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল নেতার স্ত্রী মানোয়ারা শাহ বলেন, “বিধায়ক তাপস সাহার মৃত্যুর পর ওঁর মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। উনি সুস্থ থাকলে এমন কিছু ঘটাতেন না। তবে গুলি চালানোর বিষয়ে আমি কিছু জানি না।”

spot_img

Related articles

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...

ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

বিরাট কোহলির(Virat Kohli) অবসরের সিদ্ধান্ত আগেই রবি শাস্ত্রীকে(Ravi Shastri) বিষ্মিত করেছিল। তখন অবশ্য কিছু বলেননি তিনি। অবশেষে প্রিয়...

স্বল্প সঞ্চয়ে সেরার শিরোপা হুগলির, লক্ষ্যমাত্রার ১০৮ শতাংশ আদায়

স্বল্প সঞ্চয় প্রকল্পে আবারও নজরকাড়া সাফল্য বাংলার। যদিও কেন্দ্র এখনও ২০২৪-২৫ অর্থবর্ষের চূড়ান্ত রাজ্যভিত্তিক তালিকা প্রকাশ করেনি, তবে...

পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন বাবা-মা, দুশ্চিন্তার কথা জানালেন মইন আলি

আইপএল(IPL) ফের শুরু হলেও অনেক বিদেশি ক্রিকেটাররাই আর ফেরেননি। তাদের মধ্যেই একজন ইংল্যন্ডের মইন আলি(Moeen Ali)। কলকাতা নাইট...