বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের দুই কক্ষে WAQF সংশোধনী আইন পাশ করাবার পর রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আপাতত আইনে পরিণত হয়েছে। কিন্তু তা কার্যকরী হওয়ার আগেই এই আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme Court) একাধিক মামলা দায়ের হয়। সেই শুনানিতে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছিল, মীমাংসা না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলে অমুসলিম কাউকে নিয়োগ করা হবে না এবং কোনও ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা হবে না। গত বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বলা হয় ২০ জুন এই সংক্রান্ত পর্যবেক্ষণ প্রধান বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি এ জি মাসিহের বেঞ্চ (A bench of Chief Justice B. R. Gavai and Justice A. G. Masih)। ওয়াকিবহাল মহল মনে করছে, এদিন বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ’ দিতে পারে দেশের শীর্ষ আদালত। আজ এই মামলার দিকে নজর থাকবে।

–

–

–

–

–
–

–
–

–

–

–

–

–

–

–
