প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায়ে নিজেদের পূর্বের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ৩৯২৯টি শূন্যপদে নিয়োগের বিষয়টি আগের নির্দেশ মেনেই হবে বলে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার বিচারপতি এ এম সুন্দরেশ এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত রিভিউ পিটিশন খারিজ করে দেয়।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ২০১৪ সালের টেট পরীক্ষার পরে ২০২০ সালে একটি নিয়োগ প্যানেল তৈরি করা হয়েছিল। মোট ১৬,৫০০টি পদে নিয়োগের পরিকল্পনা থাকলেও ৩৯২৯টি পদ খালি থেকেই যায়। এরপর ২০১৪ সালের টেট উত্তীর্ণদের একাংশ মামলা করেন, যার প্রেক্ষিতে ২০২৩ সালের মে মাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ২০২০ সালের নিয়োগ প্যানেলের কার্যকারিতা এক বছরের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। ফলে সেই প্যানেল থেকে আর নিয়োগ করা যাবে না।

এই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের মামলা দায়ের করা হয়, কিন্তু সুপ্রিম কোর্টের বেঞ্চ তা খারিজ করে দেয়। ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গেই ওই ৩৯২৯টি শূন্যপদ যুক্ত করা হবে। আদালতের রায়ে ফের একবার স্পষ্ট হল—২০২০ সালের প্যানেল থেকে আর কোনও নিয়োগ সম্ভব নয়।

আরও পড়ুন – সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবাই আওয়াজ তুলুন: সিঙ্গাপুরে প্রবাসী ভারতীয়দের আবেদন অভিষেকের

_

_

_

_

_

_

_
_
_
_
_