Saturday, August 23, 2025

হাজিরা এড়াতেই পুলিশি নোটিশ: রবিবার ফের তলব অনুব্রতকে

Date:

Share post:

বেনিয়মে কোনও রেয়াত নয়। প্রশাসনের কাজে বাধা যাঁরা দেবেন তাঁদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। পুলিশের নির্দেশে থানায় হাজিরা না দিয়েও রেহাই মিলল না। ফের ২৪ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হল বোলপুর (Bolpur) পুলিশের তরফে।

বোলপুর থানার আইসিকে কুকথার ঘটনা প্রকাশ্যে আসতেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরু করে বীরভূম পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭৫ (যৌন হয়রানি), ১৩২ (সরকারি কর্মীকে হুমকি), ২২৪ (সরকারি কর্মীকে মারার হুমকি), ৩৫১ (অপরাধমূলক ভয় দেখানো) অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলার সাপেক্ষে শনিবার বেলা ১১টায় বোলপুর এসডিপিও (SDPO) অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয় অনুব্রতকে।

তবে শনিবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত। তাঁর হয়ে তাঁর আইনজীবীরা এসডিপিও (SDPO) অফিসে হাজিরা দেন শনিবার। এবং আইনজীবীরা জানান, তিনি সময় চান। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি হাজিরা দেবেন থানায়। সেক্ষেত্রে সোমবার সকালে হাজিরা দেওয়ার আবেদন জানান তিনি।

অনুব্রতর আবেদন পত্রপাঠ নাকচ করে দিয়েছে বোলপুর থানা। আইনজীবীরা পৌঁছাতেই পুলিশের তরফ থেকে জানানো হয়, সোমবার পর্যন্ত তাঁকে সময় দেওয়া হবে না। রবিবার ফের ১১টায় অনুব্রতকে (Anubrata Mondal) তলব করা হয়। সেক্ষেত্রে অনুব্রতর গ্রেফতারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে দাবি বীরভূমের রাজনীতিকদের। সোমবার আগাম জামিনের আবেদন করার পন্থা নিয়েছিলেন অনুব্রত, এমনটাও মনে করা হচ্ছে। সেই জন্যই সোমবার পর্যন্ত হাজিরার সময় বাড়ানোর আবেদন করেছিলেন তিনি।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...