বেনিয়মে কোনও রেয়াত নয়। প্রশাসনের কাজে বাধা যাঁরা দেবেন তাঁদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। পুলিশের নির্দেশে থানায় হাজিরা না দিয়েও রেহাই মিলল না। ফের ২৪ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হল বোলপুর (Bolpur) পুলিশের তরফে।

বোলপুর থানার আইসিকে কুকথার ঘটনা প্রকাশ্যে আসতেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরু করে বীরভূম পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭৫ (যৌন হয়রানি), ১৩২ (সরকারি কর্মীকে হুমকি), ২২৪ (সরকারি কর্মীকে মারার হুমকি), ৩৫১ (অপরাধমূলক ভয় দেখানো) অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলার সাপেক্ষে শনিবার বেলা ১১টায় বোলপুর এসডিপিও (SDPO) অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয় অনুব্রতকে।

তবে শনিবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত। তাঁর হয়ে তাঁর আইনজীবীরা এসডিপিও (SDPO) অফিসে হাজিরা দেন শনিবার। এবং আইনজীবীরা জানান, তিনি সময় চান। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি হাজিরা দেবেন থানায়। সেক্ষেত্রে সোমবার সকালে হাজিরা দেওয়ার আবেদন জানান তিনি।

অনুব্রতর আবেদন পত্রপাঠ নাকচ করে দিয়েছে বোলপুর থানা। আইনজীবীরা পৌঁছাতেই পুলিশের তরফ থেকে জানানো হয়, সোমবার পর্যন্ত তাঁকে সময় দেওয়া হবে না। রবিবার ফের ১১টায় অনুব্রতকে (Anubrata Mondal) তলব করা হয়। সেক্ষেত্রে অনুব্রতর গ্রেফতারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে দাবি বীরভূমের রাজনীতিকদের। সোমবার আগাম জামিনের আবেদন করার পন্থা নিয়েছিলেন অনুব্রত, এমনটাও মনে করা হচ্ছে। সেই জন্যই সোমবার পর্যন্ত হাজিরার সময় বাড়ানোর আবেদন করেছিলেন তিনি।

–

–

–

–

–

–

–
–
–
–