Saturday, August 23, 2025

বিরাটের আইকনিক ১৮ নম্বর জার্সি মুকেশের গায়ে, শুরু বিতর্ক

Date:

Share post:

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয়-এ দল। সেখানেই হঠাৎ বিতর্ক। বিরাট কোহলির(Virat Kohli) আইকনিক ১৮ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন মুকেশ কুমার(Mukesh Kumar)। আর তাতেই দেখা গিয়েছে বিপত্তি। আন অফিশিয়াল টেস্ট হলেও বিরাট কোহলির জার্সি পরেই মাঠে নেমে গেলেন অন্য ক্রিকেটার। তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে জোর বিতর্ক।

এতদিন ৪৯ নম্বর জার্সি পরে মাঠে নামতেন মুকেশ কুমার(Mukesh Kumar)। কিন্তু রবিবার যখন মুকেশ মাঠে নামে সেই সময় তাঁর গায়ের জার্সি নম্বর ১৮। এতেই এখন ভারতীয় ক্রিকেট মহল জুড়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিরাট কোহলির(Virat Kohli) মতো ক্রিকেটার যে জার্সি পরেছেন, সেই জার্সি কেন এত সহজেই কাউকে তুলে দেওয়া হচ্ছে। অনেকে তো আবার বিরাট কোহলির আইকনিক এই ১৮ নম্বর টেস্ট জার্সিকে অবসর দেওয়ার প্রস্তাব দিতে শুরু করেছে।

কয়েকদিন আগেই হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তাঁর এমন সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে তো আবার বলতে শুরু করেছে বিরাট কোহলি কেন এখনই অবসর নিয়ে নিলেন। যদিও বিরাট কোহলি এখনও পর্যন্ত সেই বিষয়ে মুখ খোলেননি।

কিন্তু এইটুকু সময়ের মধ্যেই বিরাট কোহলির আইকনিক ১৮ নম্বর টেস্ট জার্সি অন্য ক্রিকেটারের গায়ে! এতে প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। প্রশ্নও উঠতে শুরু করেছে। বিরাট অবসর নেওয়ার পরই কেন এমন সিদ্ধান্ত, সেটাই বুঝতে পারছেন না সকলে। যদিও শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...