এক সপ্তাহের বেশি আগে প্রবল ভূমিধসে বিধ্বস্ত হয় উত্তর সিকিমের (North Sikkim) চাতেন এলাকা। চাতেনের সেনাক্যাম্পের একটা বড় অংশ ধসে (land slide) চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জওয়ানের। নিখোঁজ ছিলেন ৬ জওয়ান। তার মধ্যে একজনের দেহ উদ্ধার হল সোমবার। বাকি নিখোঁজদেরও সন্ধান চালানো হচ্ছে, জানিয়েছে সেনাবাহিনী (Indian Army)।

উত্তর সিকিমের লাচেন জেলায় ধস নামে ২ জুন। সেই সময় থেকেই নিখোঁজ জওয়ানদের সন্ধান চালিয়ে যাচ্ছিল ভারতীয় সেনা। চাতেন সেনা ছাউনি (Chaten Army camp) দেশের দুর্গম ছাউনিগুলির অন্যতম। ধসের পরে সেখানে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়ে।

সোমবার ভোরে মঙ্গন জেলা থেকে উদ্ধার হয় নিখোঁজ ছয় জওয়ানের মধ্যে একজনের দেহ। চাতেন সেনাছাউনি (Chaten army camp) এলাকা থেকে এই মঙ্গনের দূরত্ব প্রায় ৫০ কিমি। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে উদ্ধার হওয়া মৃতদেহ সাইনুদ্দিন পি কে নামে এক জওয়ানের। বাকি জওয়ানদের খোঁজও একইভাবে চালানো হচ্ছে। ৫০ কিমি দূর থেকে এক সপ্তাহের বেশি পরে জওয়ানের দেহ উদ্ধারে বাকিদেরও উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদী ভারতীয় সেনা।

–

–

–

–

–

–

–
–
–
–
–


