Wednesday, August 27, 2025

ঝলসে যাওয়া শরীরের অংশ, দেহ! সনাক্তকরণের অপেক্ষায় দুই শতাধিক দেহাবশেষ

Date:

Share post:

বিমানের যাত্রী ২৪১ জনই মৃত। বিজি মেডিক্যাল কলেজের হোস্টেলে থাকা চিকিৎসকদের মধ্যে কতজন মৃত সেই সংখ্যা এখনও অপ্রকাশিত। সেই সঙ্গে জানা যায়নি মেঘানিনগরের স্থানীয় এলাকার কত মানুষ এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার শিকার। তবে একদিকে যেমন বিজি মেডিকেল (B G Medical College) কলেজের বাইরে পরিজনদের ছবি, পরিচয়পত্র হাতে ভিড় জমিয়েছেন বিভিন্ন এলাকার মানুষ, তেমনই হাসপাতালের মর্গে (morgue) পূর্ণাঙ্গ থেকে দেহের অংশ জমা হয়েছে প্রায় ২০০ মানুষের। ঝলসে যাওয়া দেহ সনাক্তকরণে (identify) নতুন যুদ্ধ বিজি মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে নিখোঁজের সংখ্যাও এখনও অজানা।

শুক্রবার দুপুর পর্যন্ত আমেদাবাদের সিভিল হাসপাতাল থেকে ৬ টি দেহ সনাক্তকরণের পরে পরিজনদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছিল। দুপুর পর্যন্ত সেখানে ২৬৫ দেহ ও দেহাংশ এসে পৌঁছেছিল যার অধিকাংশই সনাক্ত (identify) করা সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অন্তত ২১৫ মৃত ব্যক্তির পরিজনেরা হাসপাতালে দেহের দাবি করে জড়ো হয়েছিলেন। শুরু হয়েছে তাঁদের থেকে ডিএনএ (DNA) সংগ্রহের কাজ।

বিজি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অন্তত ৭২ ঘন্টা সময় লাগবে এই ডিএনএগুলি (DNA) মেলাতে। তারপর সম্ভব হবে দেহ তুলে দেওয়া। বৃহস্পতিবার দুর্ঘটনার পর থেকে যেভাবে দেহ উদ্ধার হয়েছে তাতে পরিজনদের খুঁজে বার করা সম্ভব নয় আত্মীয়দের পক্ষেও। তার মধ্যে যেমন বিমান যাত্রী রয়েছেন, তেমনই রয়েছেন হাসপাতালের চিকিৎসক, কর্মী থেকে স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত হাসপাতালে চার পড়ুয়া এবং একজন চিকিৎসকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

যেভাবে বৃহস্পতিবার দুর্ঘটনার পর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দেহ তার খানিকটা বর্ণনা দিয়েছিলেন হাসপাতালেরই পড়ুয়া চিকিৎসকরা। তাঁরা জানান মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যে তাঁরা নিজেরাই অন্তত ২৫ থেকে ৩০ জনের দেহ ধ্বংসস্তূপের তলা থেকে বার করেছিলেন। যারা সেই সময় হাসপাতালে দুপুরের খাবার খাচ্ছিলেন। তবে সবার আগে তাঁরা ক্যান্টিনের সিলিন্ডারগুলিকে সরিয়ে ফেলার ব্যবস্থা করেন। যে কারণে বিমানের বিস্ফোরণের পরে ছড়িয়ে পড়া আগুনে খানিকটা হলেও কমানো গিয়েছে ক্ষয়ক্ষতি।

শুক্রবার সকালেও বিজি মেডিকেল কলেজ (B G Medical College) হাসপাতাল চত্বরে দেখা যায় বহু আহত চিকিৎসকদের। বিস্ফোরণের সময় তাঁরা ঘরে আটকে পড়ার পর প্রাণ বাঁচাতে কেউ দোতলা, কেউ তিনতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন। এক চিকিৎসক জানান, তাঁর দু বছরের কন্যা চারতলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায়। স্থানীয় বাসিন্দারাই তাঁকে বাঁচাতে মূল ভূমিকা নিয়েছিলেন। একদিকে আহতদের চিকিৎসা, অন্যদিকে নিহতদের সনাক্তকরণের ঘিরে কবে ছন্দে ফিরবে বিজি মেডিকেল কলেজ, তা এখনও কল্পনা করতে পারছেন না চিকিৎসকরা।

spot_img

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...