Friday, November 28, 2025

আজ একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক তৃণমূলের, থাকবেন জেলা সভাপতি থেকে সিনিয়র নেতারাও 

Date:

Share post:

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে চলতি বছরে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশে তৃণমূল (TMC) সুপ্রিমো কী বার্তা দেবেন তা জানতে মুখিয়ে রয়েছে ঘাসফুল শিবির। এবারের একুশে জুলাইয়ের প্রস্ততি নিয়ে ভবানীপুরে বৈঠক করতে চলেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। শনিবার বেলা ১টায় এই বৈঠক ডাকা হয়েছে। উপস্থিত থাকবেন সব জেলার সভাপতি, জেলার চেয়ারম্যান এবং বীরভূম ও উত্তর কলকাতার কোর কমিটির সদস্যরা। এছাড়াও বৈঠকে দেখা যাবে বেশ কয়েকজন সিনিয়র নেতা- মন্ত্রীদের। বৈঠকে যোগ দিতে দূরের জেলাগুলির নেতৃত্ব শুক্রবারের মধ্যেই শহরে পৌঁছেছেন।

প্রতি বছরের মতো এবছরও একুশে জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে প্রস্তুতির গাইডলাইন তৈরি করে দেবে দল। কোচবিহার থেকে কাকদ্বীপ, একুশের প্রস্তুতি-বৈঠক হবে জেলা, ব্লক সর্বত্র। চলবে টানা প্রচার অভিযান। রাজ্য কমিটির দেওয়া গাইডলাইন মেনেই তৈরি হবে প্রচারের পোস্টার ও ব্যানার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একুশের জুলাইয়ের মঞ্চ থেকে দিকনির্দেশিকা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই নির্দেশিকাকে পাথেয় করেই নির্বাচনী প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল কংগ্রেস। তবে এবারের একুশে জুলাইয়ের গুরুত্ব অন্যবারের তুলনায় অনেকটাই বেশি। একুশে জুলাই শহিদ তর্পণের দিন লক্ষ লক্ষ কর্মী-সমর্থক জেলা থেকে কলকাতায় হাজির হন। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ-সহ শহরের একাধিক জায়গায় কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে এক বিরাট প্রস্তুতির প্রয়োজন হয়। এই সবকিছু নিয়েই এদিনের বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে কবে রিপোর্ট? রাজ্যকে সময় বেঁধে দিল হাই কোর্ট

বাংলায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো মামলায় রিপোর্ট রাজ্যকে দিতে ৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...