Saturday, August 23, 2025

আজ একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক তৃণমূলের, থাকবেন জেলা সভাপতি থেকে সিনিয়র নেতারাও 

Date:

Share post:

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে চলতি বছরে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশে তৃণমূল (TMC) সুপ্রিমো কী বার্তা দেবেন তা জানতে মুখিয়ে রয়েছে ঘাসফুল শিবির। এবারের একুশে জুলাইয়ের প্রস্ততি নিয়ে ভবানীপুরে বৈঠক করতে চলেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। শনিবার বেলা ১টায় এই বৈঠক ডাকা হয়েছে। উপস্থিত থাকবেন সব জেলার সভাপতি, জেলার চেয়ারম্যান এবং বীরভূম ও উত্তর কলকাতার কোর কমিটির সদস্যরা। এছাড়াও বৈঠকে দেখা যাবে বেশ কয়েকজন সিনিয়র নেতা- মন্ত্রীদের। বৈঠকে যোগ দিতে দূরের জেলাগুলির নেতৃত্ব শুক্রবারের মধ্যেই শহরে পৌঁছেছেন।

প্রতি বছরের মতো এবছরও একুশে জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে প্রস্তুতির গাইডলাইন তৈরি করে দেবে দল। কোচবিহার থেকে কাকদ্বীপ, একুশের প্রস্তুতি-বৈঠক হবে জেলা, ব্লক সর্বত্র। চলবে টানা প্রচার অভিযান। রাজ্য কমিটির দেওয়া গাইডলাইন মেনেই তৈরি হবে প্রচারের পোস্টার ও ব্যানার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একুশের জুলাইয়ের মঞ্চ থেকে দিকনির্দেশিকা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই নির্দেশিকাকে পাথেয় করেই নির্বাচনী প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল কংগ্রেস। তবে এবারের একুশে জুলাইয়ের গুরুত্ব অন্যবারের তুলনায় অনেকটাই বেশি। একুশে জুলাই শহিদ তর্পণের দিন লক্ষ লক্ষ কর্মী-সমর্থক জেলা থেকে কলকাতায় হাজির হন। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ-সহ শহরের একাধিক জায়গায় কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে এক বিরাট প্রস্তুতির প্রয়োজন হয়। এই সবকিছু নিয়েই এদিনের বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...