বাংলায় ক্রমশ বাড়ছে বিদেশি পর্যটকদের (Tourist) সংখ্যা। উত্তর থেকে দক্ষিণ- সর্বত্র ভিড় জমাচ্ছেন তাঁরা। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের প্রথম অর্ধে এক প্রশ্নের উত্তরে এই কথা জানান পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। তাঁর মতে, পরিসংখ্যা অনুযায়ী, গত ৬ মাসে ২৭ লক্ষ বিদেশি পর্যটক এসেছেন বাংলায়।

এদিন বিধানসভার অধিবেশনে ইন্দ্রনীল (Indranil Sen) জানান, পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ৬ মাসে রাজ্যে মোট ২৭ লক্ষ ১১ হাজার ৭০৮ জন পর্যটক এসেছেন। এরমধ্যে ৯৯% রাশিয়া, ইউরোপ, ইউএসএ, ইতালি থেকে আসা। বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার। তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমেছে আর ইউরোপ-আমেরিকার পর্যটক বেড়েছে।

২০১১ সালে ক্ষমতায় আসার পরে বাংলার পর্যটনে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেনা পরিচিত দিঘা, সুন্দরবন বা দার্জিলিং শুধু নয়, অফ বিট ট্যুরিস্ট স্পটও চালু হয়েছে তাঁর আমলে। শুরু হয়েছে হোম স্টে। জেলা ভিত্তিক পর্যটনেও জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধারাবাহিক উদ্যোগের ফলেই বিদেশি পর্যটকের সংখ্যা বাংলায় বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের ২২ এপ্রিল নতুন একটি পর্যটন কেন্দ্র চালু হয়েছে। ওই কেন্দ্রে ৮৭ শতাংশ আসন সর্বক্ষণ পূর্ণ থাকে বলেই দাবি তাঁর। পাশাপাশি, স্থানীয় পর্যটন উদ্যোগপতিদের ১০০ শতাংশ সহায়তা দেওয়া হচ্ছে বলেও বিধানসভায় জানিয়েছেন ইন্দ্রনীল সেন।

এছাড়া রাজ্যে পর্যটন গাইড তৈরির ক্ষেত্রেও সাফল্যের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘২০২১ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্যে ১,০২২ জন সার্টিফায়েড ট্যুরিস্ট গাইড তৈরি হয়েছে। এটি দেশের মধ্যে সর্বোচ্চ।’’ পর্যটন শিল্পে নতুন কর্মসংস্থানের পথ খুলছে বলেও আশাবাদী মন্ত্রী।
আরও খবর: অগ্নিকাণ্ড নিয়ে প্রমোটিং অভিযোগ খারিজ, বিধানসভায় জোর তরজা

–

–

–

–

–

–
–
–
–
–