Friday, August 22, 2025

বাংলায় গত ৬মাসে ২৭ লক্ষের বেশি বিদেশি পর্যটক, ৯৯% ইউরোপ-ইউএসএ-রাশিয়ার: তথ্য পেশ পর্যটনমন্ত্রীর

Date:

Share post:

বাংলায় ক্রমশ বাড়ছে বিদেশি পর্যটকদের (Tourist) সংখ্যা। উত্তর থেকে দক্ষিণ- সর্বত্র ভিড় জমাচ্ছেন তাঁরা। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের প্রথম অর্ধে এক প্রশ্নের উত্তরে এই কথা জানান পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। তাঁর মতে, পরিসংখ্যা অনুযায়ী, গত ৬ মাসে ২৭ লক্ষ বিদেশি পর্যটক এসেছেন বাংলায়।

এদিন বিধানসভার অধিবেশনে ইন্দ্রনীল (Indranil Sen) জানান, পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ৬ মাসে রাজ্যে মোট ২৭ লক্ষ ১১ হাজার ৭০৮ জন পর্যটক এসেছেন।‌ এরমধ্যে ৯৯% রাশিয়া, ইউরোপ, ইউএসএ, ইতালি থেকে আসা। বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার। তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমেছে আর ইউরোপ-আমেরিকার পর্যটক বেড়েছে।

২০১১ সালে ক্ষমতায় আসার পরে বাংলার পর্যটনে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেনা পরিচিত দিঘা, সুন্দরবন বা দার্জিলিং শুধু নয়, অফ বিট ট্যুরিস্ট স্পটও চালু হয়েছে তাঁর আমলে। শুরু হয়েছে হোম স্টে। জেলা ভিত্তিক পর্যটনেও জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধারাবাহিক উদ্যোগের ফলেই বিদেশি পর্যটকের সংখ্যা বাংলায় বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের ২২ এপ্রিল নতুন একটি পর্যটন কেন্দ্র চালু হয়েছে। ওই কেন্দ্রে ৮৭ শতাংশ আসন সর্বক্ষণ পূর্ণ থাকে বলেই দাবি তাঁর। পাশাপাশি, স্থানীয় পর্যটন উদ্যোগপতিদের ১০০ শতাংশ সহায়তা দেওয়া হচ্ছে বলেও বিধানসভায় জানিয়েছেন ইন্দ্রনীল সেন।

এছাড়া রাজ্যে পর্যটন গাইড তৈরির ক্ষেত্রেও সাফল্যের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘২০২১ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্যে ১,০২২ জন সার্টিফায়েড ট্যুরিস্ট গাইড তৈরি হয়েছে। এটি দেশের মধ্যে সর্বোচ্চ।’’ পর্যটন শিল্পে নতুন কর্মসংস্থানের পথ খুলছে বলেও আশাবাদী মন্ত্রী।
আরও খবরঅগ্নিকাণ্ড নিয়ে প্রমোটিং অভিযোগ খারিজ, বিধানসভায় জোর তরজা

spot_img

Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...