Wednesday, August 27, 2025

চিনের ঘাড়ে বন্দুক! হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কায় আমেরিকা

Date:

Share post:

ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার জেরে এবার বন্ধ হয়ে যেতে পারে হরমুজ প্রণালী (Harmuz straits)। রবিবার এরকম আশঙ্কা তৈরি হতেই আমেরিকা যে বিপদে, তা স্পষ্ট মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও-র বক্তব্যে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই প্রণালী ইরান (Iran) যাতে বন্ধ করে না দেয় তার জন্য এবার চিনের (China) দ্বারস্থ আমেরিকা।

হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে গোটা বিশ্ব আঙুল তুলবে আমেরিকা দিকেই। যেভাবে ইরান-ইজরাইল সংঘাতে ঘি ঢেলেছে আমেরিকা তাতে ইরানের এই সিদ্ধান্তের দায়ও আমেরিকাকেই নিতে হবে। সেই সঙ্গে প্রভাব পড়বে বিশ্বের তেলের বাজারে। ইতিমধ্যে বিশ্বে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ বৃদ্ধি পেয়ে গেছে। হরমুজ প্রণালী (Harmuz straits) বন্ধ হলে সেই দাম যে লাগাম ছাড়া হবে তা বুঝতে পেরেছেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও (Marco Rubio)।

মার্কিন এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তাই চিনের ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা আমেরিকার স্টেট সেক্রেটারি রুবিও-র (Marco Rubio)। তিনি বলেন হরমুজ প্রণালী বন্ধ হলে বিরাট ক্ষতির মুখে পড়বে চিন। কারণ অপরিশোধিত তেলের ক্ষেত্রে ইরানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল চিন। তাই ইরান যাতে হরমুজ প্রণালী বন্ধের মতো কোনও সিদ্ধান্ত না নেয় তা দেখতে হবে বেজিংকেই।

তবে আমেরিকার এই বার্তায় চিন (China) আদৌ কতটা সাড়া দেবে তা নিয়ে সন্দেহ থাকছেই। ইতিমধ্যেই ইরানের পারমাণবিক কেন্দ্রে আঘাত হানার জন্য আমেরিকার নিন্দা করতে ছাড়েনি চিন। এমনকি ইরানের (Iran) পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে বেজিংয়ের তরফে। সেক্ষেত্রে চিন-ইরান সম্পর্কের উপরেই যে নির্ভর করতে হবে আমেরিকাকে তেলের জন্য, সেটা মার্কিন স্টেট সেক্রেটারির আশঙ্কাতেই স্পষ্ট।

spot_img

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...