ভারতের ক্রীড়া আকাশে ফের একটা নক্ষত্র পতন। প্রয়াত প্রাক্তন ভারতীয় বাঁহাতি স্পিনার দিলীপ দোশি (Dilip Doshi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। রেখে গেলেন স্ত্রী, পুত্র এবং এক কন্যাকে। লন্ডনে হঠাত্ই হৃদরোগে আক্রান্ত হন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। আর তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারতীয় ক্রিড়া মহল। শেষ কয়েক বছর লন্ডনেই ছিলেন ভারতের এই স্পিনার।

১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেছেন দিলীপ দোশি(Dilip Doshi)। মাত্র চার বছর ক্রিকেট খেললেও তাঁর ঝুলিতে রয়েছে বহু সাফল্য। মাত্র চার বছরের কেরিয়ারে ভারতের হয়ে ৩৩টি টেস্ট খেলেছিলেন তিনি। সেখানেই বহু ব্যাটারের সামনে ত্রাস হয়ে উঠেছিলেন এই বাঁহাতি স্পিনার। টেস্ট ফর্ম্যাটে দিলীপ দোশির ঝুলিতে রয়েছে ১১৪টি উইকেট। মোট ছবার পাঁচটি করে উইকেট তুলে নেওয়ার নজির রয়েছে দিলীপ দোশির(Dilip Doshi)।

এছাড়াও দেশের হয়ে ১৫টি ওডিআই ম্যাচ খেলেছিলেন এই বাঁহাতি স্পিনার। কিন্তু ৭৭ বছর বয়সেই থামল সেই দৌড়। তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করেছে বিসিসিআইও।

The BCCI mourns the sad demise of former India spinner, Dilip Doshi, who has unfortunately passed away in London.
May his soul rest in peace 🙏 pic.twitter.com/odvkxV2s9a
— BCCI (@BCCI) June 23, 2025
সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে বহু কীর্তি রয়েছে দোশির। সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে।

–

–

–

–

–

–

–
–
–
–
–