প্রাথমিক শিক্ষা পর্ষদ কি নিয়োগ প্রক্রিয়া (Primary TET Recruitment) শুরু করতে চলেছে? ফ্রিস্কিং, বায়োমেট্রিক-সহ পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থার জন্য পর্ষদের তরফে ই-টেন্ডার (E-Tender) ডাকার খবর মিলতেই বাড়ছে জল্পনা। শিক্ষাবিদদের একাংশ বলছেন ২০২৩ নেওয়া টেটের (TET) ফলপ্রকাশ এখনও হয়নি বলে নতুন করে প্রাথমিকে শিক্ষক নিয়োগ শুরু করতে পারেনি পর্ষদ। এমনকি ২০২২ সালের টেট-এর ফল প্রকাশিত হলেও, পর্ষদের তরফে শূন্য আসনের তালিকা সংক্রান্ত তথ্য প্রকাশ হয়নি। ফলে সংশ্লিষ্ট পদে নিয়োগই শুরু হয়নি। এমতাবস্থায় নতুন করে এক্ষুনি নিয়োগের সম্ভাবনা কম।

শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নিরাপত্তা সংক্রান্ত ই-টেন্ডার ডাকা হয়েছে। আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফ্রিস্কিং, বায়োমেট্রিক-সহ পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বেসরকারি সংস্থার সাহায্য নেয়া হয়, সেই জন্যই দরপত্রের আহ্বান জানানো হয়েছে। ২০২২-২৩ এর নিয়োগ আটকে থাকা নিয়ে ওবিসি সংক্রান্ত জটিলতাকেই পর্ষদের তরফে দায়ী করা হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, যেহেতু ই-টেন্ডার ডাকা হয়েছে তাই সেক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত বিষয়টি নিয়েও পর্ষদের চিন্তাভাবনা চলছে বলে অনুমান করাই যায়। যদিও সরকারিভাবে এই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–