Thursday, August 21, 2025

কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

Date:

Share post:

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল নববধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদে। মৃত যুবকের নাম প্রিয়াংশু সিং (২৫)। তিনি বেসরকারি সংস্থার কর্মচারী ছিলেন। মাস দেড়েক আগে তাঁর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় গুঞ্জা দেবীর (২০)। পুলিশ জানিয়েছে, গত ২৫ জুন সকালে বোনের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন প্রিয়াংশু। নবীননগর স্টেশনে নেমে স্ত্রীকে ফোনে করেন তিনি। এর পরেই স্টেশন থেকে বাইকে করে তাঁকে নিতে আসেন এক ব্যক্তি। মাঝপথে প্রিয়াংশুকে গুলি করে খুন করে ভাড়াটে শুটার। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে পুলিশ SIT গঠন করে। পুলিশ জানতে পারে, প্রিয়াংশুর স্ত্রী গুঞ্জা দেবী তাঁর কাকা জীবন সিংয়ের (৫৫) সঙ্গে গত ১৫ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন। পারিবারিক চাপে পড়ে গুঞ্জার বিয়ে হলেও, বিয়ের পরও কাকার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে চেয়েছিল সে। সেই পথে প্রধান বাধা হয়ে ওঠেন স্বামী প্রিয়াংশু।

তদন্তে পুলিশ গুঞ্জা দেবীর কথাতে অসঙ্গতি দেখে তাঁর ফোনের কল রেকর্ড দেখে জানতে পারে ওই তরুণী তাঁর কাকার সঙ্গে ফোন অনেকক্ষণ ধরে রোজ কথা বলতো। কাকার ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা যায়, দুই শুটারের সঙ্গে তিনিই কথা বলেন। অভিযোগ, কাকার সঙ্গে মিলে ভাড়াটে খুনি (Contract killer) দিয়ে স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে গুঞ্জাই। ওই খুনিরাই বাইকে করে প্রিয়াংশুকে নিয়ে গিয়ে রাস্তার মাঝে গুলি চালায়। এই ঘটনায় ইতিমধ্যেই গুঞ্জা দেবী এবং দুই পেশাদার শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে মূলচক্রী জীবন সিং। তাকে ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আরও পড়ুন : মাওবাদীদের হাতে খুন গ্রামবাসী! অধরা অভিযুক্তরা

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...