Wednesday, January 14, 2026

দিল্লিতে রেকর্ড বিক্রি বাংলার আমের, এরাজ্যের হিমসাগর- লক্ষণভোগে মজেছে রাজধানী

Date:

Share post:

নয়াদিল্লির হ্যান্ডলুম হাটে (Handloom Hut, New Delhi) চলতি বেঙ্গল ম্যাঙ্গো মেলা ও হ্যান্ডলুম-হ্যান্ডিক্রাফ্ট এক্সপো ২০২৫-এ (Bengal Mango Fair and Handloom-Handicraft Expo 2025) বিক্রিতে রেকর্ড গড়ছে বাংলার আম। এরাজ্যের ৬ জেলার প্রায় ২০০ প্রজাতির আম স্থান পেয়েছে এই মেলায়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতর (State Food Processing and Horticulture Department) সূত্রে জানা গেছে বিভিন্ন জেলা থেকে মোট ৪০ মেট্রিক টন আম পাঠানো হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ২৫ মেট্রিক টন বিক্রি হয়ে গিয়েছে। চাহিদা দেখে আরও পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই বছর মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও বাঁকুড়া— এই ছয় জেলার আম নিয়ে গেছে রাজ্য। রয়েছে একাধিক দুর্লভ প্রজাতির আম ,যেমন মিয়াজাকি, কোহিতুর, কাতিমন।বাংলায় ৪০০-র বেশি প্রজাতির আম উৎপন্ন হয়। প্রতিবছর সাত লক্ষ মেট্রিক টনের বেশি আম উৎপাদিত হয় রাজ্যে। রাজধানীতে যতটা সম্ভব প্রজাতি পাঠানোর চেষ্টা হয়েছে। মালদার হিমসাগর, লক্ষ্মণভোগ, মুর্শিদাবাদের রানী পাশন্দ, বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা।প্রবল জনপ্রিয়তা পাচ্ছে। ২০২২ সাল থেকে হুগলি ও উত্তর ২৪ পরগনার আমও মেলায় পাঠানো হচ্ছে। এ বছর প্রথমবার বাঁকুড়ায় উৎপাদিত আলফানসো আম মেলায় পাঠানো হয়েছে। রাজ্য উদ্যান উন্নয়ন পর্ষদের ডিরেক্টর শুভাশিস বটব্যাল বলেন, “মুম্বইয়ে আবহাওয়াজনিত কারণে এ বছর আলফানসো আমের উৎপাদন কমেছে। এখানকার বাঁকুড়ার আলফানসো পাঠানো হয়েছে। মাসখানেক আগে এক বেসরকারি মেলাতেও তা প্রশংসিত হয়েছিল।” ৮ জুলাই পর্যন্ত চলবে এই আম মেলা (Mango Fair)।

 

spot_img

Related articles

রাজকোটে শতরান করে নয়া নজির, সেলিব্রেশন বদলে ফেললেন রাহুল

বিরাট রোহিতদের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল(KL Rahul )। ফের একবার ভারতীয় ব্যাটিংয়কে ভরসা দিলেন কঠিন সময়ে। শতরান...

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২ এপ্রিল...

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...