Saturday, November 15, 2025

দিল্লিতে রেকর্ড বিক্রি বাংলার আমের, এরাজ্যের হিমসাগর- লক্ষণভোগে মজেছে রাজধানী

Date:

Share post:

নয়াদিল্লির হ্যান্ডলুম হাটে (Handloom Hut, New Delhi) চলতি বেঙ্গল ম্যাঙ্গো মেলা ও হ্যান্ডলুম-হ্যান্ডিক্রাফ্ট এক্সপো ২০২৫-এ (Bengal Mango Fair and Handloom-Handicraft Expo 2025) বিক্রিতে রেকর্ড গড়ছে বাংলার আম। এরাজ্যের ৬ জেলার প্রায় ২০০ প্রজাতির আম স্থান পেয়েছে এই মেলায়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতর (State Food Processing and Horticulture Department) সূত্রে জানা গেছে বিভিন্ন জেলা থেকে মোট ৪০ মেট্রিক টন আম পাঠানো হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ২৫ মেট্রিক টন বিক্রি হয়ে গিয়েছে। চাহিদা দেখে আরও পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই বছর মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও বাঁকুড়া— এই ছয় জেলার আম নিয়ে গেছে রাজ্য। রয়েছে একাধিক দুর্লভ প্রজাতির আম ,যেমন মিয়াজাকি, কোহিতুর, কাতিমন।বাংলায় ৪০০-র বেশি প্রজাতির আম উৎপন্ন হয়। প্রতিবছর সাত লক্ষ মেট্রিক টনের বেশি আম উৎপাদিত হয় রাজ্যে। রাজধানীতে যতটা সম্ভব প্রজাতি পাঠানোর চেষ্টা হয়েছে। মালদার হিমসাগর, লক্ষ্মণভোগ, মুর্শিদাবাদের রানী পাশন্দ, বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা।প্রবল জনপ্রিয়তা পাচ্ছে। ২০২২ সাল থেকে হুগলি ও উত্তর ২৪ পরগনার আমও মেলায় পাঠানো হচ্ছে। এ বছর প্রথমবার বাঁকুড়ায় উৎপাদিত আলফানসো আম মেলায় পাঠানো হয়েছে। রাজ্য উদ্যান উন্নয়ন পর্ষদের ডিরেক্টর শুভাশিস বটব্যাল বলেন, “মুম্বইয়ে আবহাওয়াজনিত কারণে এ বছর আলফানসো আমের উৎপাদন কমেছে। এখানকার বাঁকুড়ার আলফানসো পাঠানো হয়েছে। মাসখানেক আগে এক বেসরকারি মেলাতেও তা প্রশংসিত হয়েছিল।” ৮ জুলাই পর্যন্ত চলবে এই আম মেলা (Mango Fair)।

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...