ভোটমুখী বিহারে চলল গুলি! খুন প্রাক্তন বিজেপি নেতার ব্যবসায়ী বাবা

Date:

Share post:

ভোট যত এগিয়ে আসছে দুষ্কৃতী দৌরাত্ম্য তত বাড়ছে নীতীশের (Nitish Kumar) বিহারে। দুষ্কৃতীদের নিশানা থেকে বাদ যাচ্ছে না বিজেপি নেতারাও। শুক্রবার রাতে রাজধানী পাটনা (Patna) শহরে একেবারে সামনে থেকে গুলি করে খুন করা হল প্রাক্তন বিজেপি নেতার বাবা, ব্যবসায়ী গোপাল খেমকাকে। এই ব্যবসায়ী ছেলে, তৎকালীন বিজেপি আহ্বায়ক গুঞ্জন খেমকাকে ২০১৮ সালে একইভাবে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। শুক্রবারের ঘটনায় ফের একবার বিহারের (Bihar) প্রশাসনিক দুর্বলতা নিয়ে সরব বিরোধীরা।

শুক্রবার রাত ১১টা নাগাদ পাটনার (Patna) একটি বিলাশবহুল হোটেলের সামনে একেবারে কাছ থেকে গোপাল খেমকার উপর গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালিয়েই পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন গোপাল। হোটেলের কাছেই একটি আবাসনে থাকতেন এই ব্যবসায়ী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।

গোপাল খেমকা খুনের ঘটনায় সরব তাঁর বিজেপি। দলের নেতা রাম কৃপাল যাদব দাবি করেন, মৃতের পরিবারের দাবি, গুলি চলেছে রাত ১১টা নাগাদ। ঘটনাস্থল থেকে একেবার কাছে গান্ধী ময়দান থানা। অথচ পুলিশ এসেছে রাত ১.৩০ নাগাদ। সেটাই সবথেকে চিন্তার বিষয়। পুলিশি নজরদারির অভাবে একেবার তলানিতে পৌঁছেছে সাধারণ মানুষের নিরাপত্তা।

প্রসঙ্গত, মৃত গোপাল খেমকার ছেলে গুঞ্জন খেমকাকে ২০১৮ সালে একইভাবে দুষ্কৃতীরা গুলি করে খুন করে। সেই সময় তিনি রাজ্য বিজেপির আহ্বায়ক (convener) ছিলেন। অথচ সেই সময় গুঞ্জনের শেষকৃত্যে দেখা যায়নি কোনও বিজেপি নেতাকে। বিরোধী দলের নেতারা পরিবারের সঙ্গে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন। তবে বিজেপি নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পরিবার।

ছয় বছরের মধ্যে যে বিহারের পরিস্থিতিতে এতটুকু পরিবর্তন হয়নি, বরঞ্চ আরও খারাপ হয়েছে, তা প্রমাণ করছে শুক্রবারের ঘটনা। বিহারে নির্বাচন (Bihar Assembly Election) আসন্ন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে। এই পরিস্থিতিতে পাটনা শহরে বড় ব্যবসায়ীর খুনের ঘটনায় সরব প্রতিটি বিরোধী রাজনৈতিক দল। সেই সঙ্গে যত নির্বাচন এগিয়ে আসবে, তত আরও বাড়বে খুনোখুনি, আশঙ্কা বিরোধীদের।

spot_img

Related articles

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

১০০ দিনের কাজ বন্ধ! কেন্দ্রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রাজ্যের

কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গে এখনও শুরু হয়নি ১০০ দিনের কাজ প্রকল্প। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের বিপুল পরিমাণ...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...